বিবাহবিচ্ছেদ চাইলে যেতে হবে পারিবারিক আদালতে : হাইকোর্ট

মুসলিম মহিলাদের অভিযোগ ছিল, শরিয়ত কাউন্সিলের রায় বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষদের পক্ষে যেত। অর্থাৎ শরিয়ত কাউন্সিলে মহিলারা সুবিচার পান না

Must read

প্রতিবেদন : বিবাহবিচ্ছেদ চাইলে মুসলিম মহিলাদের শরিয়ত কাউন্সিলে নয়, যেতে হবে পারিবারিক আদালতে। বুধবার এক রায়ে এমনটাই জানাল মাদ্রাজ হাইকোর্ট। হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে, মুসলিম মহিলারা বিবাহবিচ্ছেদ চাইলে তাঁদের পারিবারিক আদালতে আবেদন জানাতে হবে। শরিয়ত কাউন্সিলের মতো বেসরকারি সংস্থা বা সংগঠন কখনওই বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার তত্ত্বাবধান করতে পারে না।

আরও পড়ুন-বিরোধী দলনেতার কুৎসার জবাব দিল কুলতলি

শরিয়ত কাউন্সিলের দেওয়া বিবাহবিচ্ছেদের শংসাপত্রকেও অবৈধ বলে জানিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। উল্লেখ্য, গত বছরই কেরল হাইকোর্ট মুসলিম মহিলাদের বিবাহবিচ্ছেদের অধিকার দিয়েছিল। সেই রায়ে আদালত বলেছিল, স্বামীর কাছ থেকে তালাক না নিয়েই মুসলিম মহিলারা একতরফাভাবে বিবাহবিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হতে পারেন। কারণ এটা তাঁদের অধিকার। স্বামীর ইচ্ছা-অনিচ্ছার সঙ্গে বিবাহিত মুসলিম নারীদের বিবাহবিচ্ছেদ চাওয়ার কোনও সম্পর্ক নেই। বুধবার সেই রায়ই আরও বিস্তৃত হল বলা যায়। কারণ হাইকোর্ট জানিয়েছে, বিবাহবিচ্ছেদ চাইলে মুসলিম মহিলাদের শরিয়ত কাউন্সিলে নয়, যেতে হবে পারিবারিক আদালতে। এতদিন মুসলিম মহিলাদের বিবাহবিচ্ছেদের জন্য শরিয়ত কাউন্সিলে যেতে হত। মুসলিম মহিলাদের অভিযোগ ছিল, শরিয়ত কাউন্সিলের রায় বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষদের পক্ষে যেত। অর্থাৎ শরিয়ত কাউন্সিলে মহিলারা সুবিচার পান না।

Latest article