প্রতিবেদন : খেলা হবে দিবস ও ফুটবলপ্রেমী দিবস উদযাপনের মধ্যে দাঁড়িয়েই IFA-এর সঙ্গে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করলো সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হল।
কলকাতা ফুটবল লিগ-সহ IFA পরিচালিত বিভিন্ন ফুটবল টুর্নামেন্টের সঙ্গে টাইটেল স্পনসর হিসেবে গাঁটছড়া বাঁধলো সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। আনুষ্ঠানিক সেই ঘোষণার সন্ধিক্ষণে আইএফএ কর্তাদের সঙ্গে ছিলেন সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি আচার্য তথা টেকনো ইন্ডিয়া গ্রুপ-এর কর্ণধার সত্যম রায়চৌধুরী। প্রতিবছর এই চুক্তি নবীকরণ হবে। প্রসঙ্গত, করোনা বিধি মেনে আগামীকাল, মঙ্গলবার থেকেই শুরু হতে চলেছে “সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি কলকাতা ফুটবল লিগ”।
আরও পড়ুন : সুভাষ সরোবরে জমজমাট তৃণমূল ছাত্র পরিষদের খেলা হবে উৎসব
এদিন চুক্তি স্বাক্ষর পর্বে সত্যম রায়চৌধুরী জানান, “IFA সঙ্গে যুক্ত হতে পেরে খুব ভালো লাগছে। আমরা দীর্ঘদিন ধরে ফুটবল নিয়ে কাজ করছি। ব্যারেটোর মাধ্যমে শিক্ষানবিশদের কোচিং দেওয়ার কাজ চলছে বেশ কয়েক বছর ধরে। আগামী দিনে আইএফএ পরিচালিত টুর্নামেন্টগুলোর সঙ্গে আমরা যুক্ত থেকে বাংলা ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে চাই।”
আরও পড়ুন ‘খেলা হবে দিবস’ নিয়ে বাড়ছে উচ্ছাস, টুইট করে সন্তুষ্টি প্রকাশ করলেন কুণাল ঘোষ
এভিল অনুষ্ঠানে আইএফএ’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি অজিত বন্দোপাধ্যায়, আইএফএ চেয়ারম্যান তথা এআইএফএফ সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট সুব্রত দত্ত, আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় প্রমুখ।