প্রতিবেদন : ২৬ এপ্রিল আইএফএ-র অনুমোদন পেয়ে যাচ্ছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। ফলে আসন্ন মরশুমে কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশনে খেলার ক্ষেত্রে কোনও বাধা থাকছে না এই ক্লাবের। মঙ্গলবার আইএফএ-র গভর্নিং বডির বৈঠক। সূত্রের খবর, সদস্যরা সর্বসম্মতভাবেই ডায়মন্ড হারবার এফসি-র অনুমোদনে সায় দিতে চলেছেন। আইএফএ-র স্বীকৃতি পাওয়ার পর ১ মে কলকাতা লিগের দল ঘোষণা করবে ডিএইচএফসি। এদিকে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইএফএ-র কোষাধ্যক্ষ নির্বাচিত হলেন অনির্বাণ দত্ত। প্রাক্তন সচিব প্রদ্যোৎ দত্তের পুত্র তিনি।
আরও পড়ুন-বিরাট হার আরসিবির
মঙ্গলবার গভর্নিং বডির সভায় অনির্বাণের নিয়োগে সিলমোহর পড়বে। এর পর হবে আইএফএ-র সহ-সভাপতি পদে নির্বাচন। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়ে অনির্বাণ বলেন, ‘‘ময়দানের ফুটবলে আমাদের পরিবারের ঐতিহ্য আছে। আমার বাবাকে সবাই চিনতেন। আমিও বাংলার ফুটবলের স্বার্থে সেই ধারাকেই বজায় রাখব। কোভিডের জন্য গত দু’আড়াই বছরে অন্য সব খেলার মতো ফুটবলও মার খেয়েছে। কিন্তু আমার মনে হয়েছে, কঠিন সময়ে যদি বাংলার ফুটবলের পাশে না থাকি তাহলে আর কী করলাম! অনেক ভাবনা আছে। তবে এখনই এ সব নিয়ে বলতে চাই না। আগে দায়িত্ব নিই, তার পর আপনারা সব জানতে পারবেন। আমি চেয়েছিলাম, নির্বাচন নয়, সর্বসম্মত প্রার্থী হিসেবে দায়িত্বে আসব। তাই হচ্ছে দেখে আমি খুশি।’’