বিরাট হার আরসিবির

এক উইকেট হারিয়ে সেই রান তুলে দিল হায়দরাবাদ। এটাই এবারের আইপিএলের সর্বনিম্ন স্কোর। টানা পাঁচ জয়ে খেতাবি লড়াইয়ে এগিয়ে চলেছে কমলা ব্রিগেড।

Must read

মুম্বই, ২৩ এপ্রিল : আইপিএলে লজ্জার হার রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। ছন্দে থাকা একটা দল শোচনীয়ভাবে হারল। রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বিরাট কোহলিরা স্কোরবোর্ডে একশো রানও তুলতে পারলেন না। আরসিবি অল আউট হয়ে যায় মাত্র ৬৮ রানে। এক উইকেট হারিয়ে সেই রান তুলে দিল হায়দরাবাদ। এটাই এবারের আইপিএলের সর্বনিম্ন স্কোর। টানা পাঁচ জয়ে খেতাবি লড়াইয়ে এগিয়ে চলেছে কমলা ব্রিগেড।

আরও পড়ুন-লগ্নির লগ্ন এখন বঙ্গে

টস জিতে ফিল্ডিং নেন হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথম থেকেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল আরসিবি-র ইনিংস। তাদের টপ অর্ডার ভাঙলেন হায়দরাবাদের মার্কো জানসেন।
দ্বিতীয় ওভারে বল করতে এসে সেই ওভারেই অধিনায়ক ফাফ ডুপ্লেসি, কোহলি ও অনুজ রাওয়াতকে তুলে নিলেন। পঞ্চম ওভারে ফিরলেন গ্লেন ম্যাক্সওয়েল। এর পর হায়দরাবাদ ব্যাটিংয়ের কোমর ভেঙে দিলেন বাঁ-হাতি পেসার টি নটরাজন। জানসেন ও নটরাজন দু’জনের ঝুলিতেই তিনটি করে উইকেট। ম্যাক্সওয়েল ছাড়া দু’অঙ্কের রানে পৌঁছেছেন কেবল একজনই—-সূয়স প্রভুদেশাই। বিরাটের অফ ফর্ম চলছেই। এদিনও তাঁর নামের পাশে শূন্য। ১৬.১ ওভারেই মাত্র ৬৮-তে খতম আরসিবি-র ইনিংস।

আরও পড়ুন-নববর্ষের নববিধান

এত সহজে জিততে পারবে সেটা ভাবতে পারেনি হায়দরাবাদ। কোহলিরা কোনওমতে একটি উইকেট পেলেন বটে। কিন্তু লজ্জার হার এড়ানো গেল না। অভিষেক শর্মা ৪৭ রান করে আউট হন। অপরাজিত থাকেন উইলিয়ামসন (১৬), রাহুল ত্রিপাঠী (৭)। ম্যাচের সেরা হন জানসেন।

Latest article