ইউএস ওপেন জিতলেন ইগা

Must read

নিউ ইয়র্ক: টিউনিশিয়ার ওন্স জাবেউরকে ৬-২, ৭-৬ (৭/৫) সেটে হারিয়ে ইউএস ওপেনে মেয়েদের সিঙ্গলস খেতাব জিতলেন ইগা শিয়নটেক (U.S Open-Iga Swiatek)। নতুন রানি পেল ফ্ল্যাশিং মেডোস। মেয়েদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ইগা চলতি বছরে ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন। সব মিলিয়ে কেরিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতলেন তিনি।

পোল্যান্ডের প্রথম মহিলা খেলোয়াড় হিসেবে ইউএস ওপেন চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়লেন ইগা (U.S Open-Iga Swiatek)। তাঁর প্রতিদ্বন্দ্বী জাবেউরের সামনেও সুযোগ ছিল আফ্রিকার প্রথম মহিলা খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম ট্রফি জিতে ইতিহাস গড়ার। কিন্তু স্ট্রেট সেটে হেরে সেই সুযোগ হাতছাড়া করলেন তিনি।
আর্থার অ্যাশ স্টেডিয়ামে শুরু থেকেই দাপট দেখিয়ে প্রথম সেট অনায়াসে জিতে নেন ইগা। তবে দ্বিতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াই হয়ছে। শেষ পর্যন্ত অবশ্য টাইব্রেকারে সেট জিতে ট্রফির দখল নেন ইগা। কেরিয়ারের প্রথম ইউএস ওপেন খেতাব জয়ের পর উচ্ছ্বসিত ইগার বক্তব্য, ‘‘দু’বার ফরাসি ওপেন জিতলেও চোটের কারণে বেশ কিছুদিন কোর্টের বাইরে ছিলাম। সেটা ছিল আমার জন্য খুব কঠিন সময়। তাই আগে থেকে বিশেষ কোনও পরিকল্পনা নিয়ে খেলেনি। চাপ সামলাতে পেরে আমি খুশি।’’

আরও পড়ুন-অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারবেন জকো

এদিকে, ম্যাচের পর ইগার জন্য অপেক্ষা করছিল বড় চমক। সাংবাদিক বৈঠকের পর ইউএস ওপেনের এক আধিকারিক তাঁকে বলেন, ‘‘আপনি একবার ট্রফির ঢাকনাটা তুলে দেখুন।’’ ঢাকনা সরিয়ে ইগা দেখেন ট্রফির ভিতরে তাঁর প্রিয় খাবার ‘টিরামিসু’ রাখা রয়েছে। যা দেখে খুশিতে ফেটে পড়েন সদ্য ইউএস খেতাবজয়ী পোলিশ তারকা। পরে ইগার উদ্দেশে ওই আধিকারিক ক্রিস উইডমায়ের বলেন, ‘‘আমরা লক্ষ্য করেছিলাম, প্রতিবার ট্রফি জয়ের পর আপনি ঢাকনা তুলে দেখেন। তাই এমন পরিকল্পনা করা হয়েছিল। এটা ইউএস ওপেনের পক্ষ থেকে আপনাকে উপহার।’’

Latest article