তল্লাশির নামে অত্যাচার বিএসএফের, কটাক্ষ মন্ত্রীর

Must read

প্রতিবেদন : তল্লাশির নামে সীমান্তে অত্যাচার চালাচ্ছে বিএসএফ। উঠে আসছে মহিলাদের ওপর নির্যাতনের খবরও। কেন্দ্রীয় সরকার এই বিএসএফের সীমানা বৃদ্ধি করেছে। যার শিকার হচ্ছেন নিরীহ গ্রামবাসী। এভাবেই রবিবার একটি কর্মসূচিতে এভাবেই তীব্র ক্ষোভ প্রকাশ করেলন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (Minister Udayan Guha)। পাশাপাশি বিএফএফের কর্তব্য নিয়েও প্রশ্ন তোলেন মন্ত্রী। তিনি বলেন, সীমান্ত রক্ষার দায়িত্বে রয়েছে বিএসএফ এপরেও পাচার থেকে শুরু করে বিভিন্ন অনৈতিক কাজ হচ্ছে সীামন্তেই। তা হল নৈতিক দায়িত্ব কার? এরই পাশাপাশি কন্দ্রেীয় সরকারের জনবিরোধী বিভিন্ন নীতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। কেন্দ্রীয় এজেন্সিকে নিজের স্বার্থে ব্যবহার করছে। নিরপেক্ষতা থেকে বঞ্চিত হচ্ছে দেশ বলেও কেন্দ্রীয় সরকারেক একহাত নেন তিনি (Minister Udayan Guha)। উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, রাজ্য সরকার একের পর এক উন্নয়ন করছে। প্রত্যন্ত এলাকায় পৌঁছে দিয়েছে স্বাস্থ্য ব্যবস্থা। যে কোনও বিপর্যয়ে তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা সাধারণ মানুষের পাশে দাঁড়ান। কিন্তু বিজেপির মন্ত্রীরা ভোট নিয়ে দায়িত্ব এড়িয়ে গিয়েছে। এলাকার মন্ত্রী সাংসদের দেখা মেলে না মানুষের প্রয়োজনে। মানুষ বিজেপির এই প্ররোচনা বুঝেছেন। তাঁরা এর জবাব দেবেন।

আরও পড়ুন-প্রত্যন্ত এলাকায় স্কুটি নিয়ে জনসংযোগে জেলা সভাপতি

Latest article