কেন্দ্রের উপেক্ষা, বৈঠক হল চা-শ্রমিকদের আন্দোলন নিয়ে

১০ ডিসেম্বর পদযাত্রা শুরু হবে আটিয়া বাড়ি থেকে। এরপরই মিটিং হবে কালচিনি ও চুয়াপাড়া তে এবং শেষ হবে সাঁতালিতে।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে আন্দোলনে নামছেন চা-শ্রমিকেরা। পি-এফ, আধার কার্ড-সহ একাধিক দাবি রয়েছে তাঁদের। তৈরি হয়েছে আন্দোলনের রূপরেখা। এই আন্দোলন জোরালো করতে শিলিগুড়িতে রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক-সহ আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, শিলিগুড়ির মেয়র গৌতম দেব-সহ অন্য নেতৃত্বরা একটি বৈঠক করে। আগামী ৯ ডিসেম্বর থেকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলা ও জলপাইগুড়ি জেলা থেকে পদযাত্রা শুরু হবে।

আরও পড়ুন-টেলিমেডিসিনে বরাদ্দ ৮৩ লক্ষ

১০ ডিসেম্বর পদযাত্রা শুরু হবে আটিয়া বাড়ি থেকে। এরপরই মিটিং হবে কালচিনি ও চুয়াপাড়া তে এবং শেষ হবে সাঁতালিতে। ১১ ডিসেম্বর প্রতিবাদ মিছিল শুরু হবে মাদারিহাট থেকে এরপরে চুয়াপাড়া ও শেষ হবে বীরপাড়াতে গিয়ে। এইভাবে আলিপুরদুয়ার জেলা সম্পূর্ণ হবে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার দুটো পদযাত্রা ১২ ডিসেম্বর মিলিত হবে গয়ারকাটাতে গিয়ে। সেখানে মিলিত হয়ে প্রতিবাদ সভা হবে এবং একইভাবে ময়নাগুড়িতেও সভা হবে।

Latest article