আরও দ্রুত পরিষেবা দিতে ভাগ হচ্ছে আলাল পঞ্চায়েত

জেলা, ব্লক ও গ্রাম পঞ্চায়েত প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আলাল গ্রাম পঞ্চায়েত ভেঙে ময়না পঞ্চায়েত গঠনের দাবি দীর্ঘ বহু বছরের।

Must read

সংবাদদাতা, মালদহ : গ্রাম পঞ্চায়েত কার্যালয় থেকে ৮টি বুথের দূরত্ব প্রায় ২৩ কিলোমিটার। সরকারি পরিষেবা মিলতে সমস্যায় পড়তেন সাধারণ মানুষ। আর সেই সমস্যা সমাধানে উদ্যোগী হল গ্রাম উন্নয়ন দফতর। তাই এবার আলাল গ্রাম পঞ্চায়েত ভাগের প্রস্তাব গেল পঞ্চায়েত দফতরে। খুশির হাওয়া এলাকা জুড়ে। সম্প্রতি জেলা প্রশাসনের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ প্রস্তাব পাঠানো হয়েছে। এই খবর চাউর হতেই বিশেষ করে ময়না গ্রাম জুড়ে খুশির আবহ তৈরি হয়েছে।

আরও পড়ুন-কেন্দ্রের উপেক্ষা, বৈঠক হল চা-শ্রমিকদের আন্দোলন নিয়ে

জেলা, ব্লক ও গ্রাম পঞ্চায়েত প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আলাল গ্রাম পঞ্চায়েত ভেঙে ময়না পঞ্চায়েত গঠনের দাবি দীর্ঘ বহু বছরের। সেজন্য স্থানীয় পঞ্চায়েত কার্যালয়ে প্রধান, উপপ্রধান-সহ নানা সদস্যদের নিয়ে বিশেষ অধিবেশন ডাকা হয়। সেখানে গ্রামের বাসিন্দাদের প্রকৃত সমস্যার কথা অনুভব করে সভার অনুমতি নিয়ে পঞ্চায়েত ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর এই সংক্রান্ত বিষয়ে পঞ্চায়েত থেকে স্থানীয় ব্লক প্রশাসনে আবেদন করা হয়। শুধু তাই নয়, সেই আবেদনমূলক পত্রে নতুন পঞ্চায়েত ভাগের নাম ময়না রাখারও প্রস্তাব দেওয়া হয়। এরপর ব্লক প্রশাসন পঞ্চায়েতের আবেদন জেলা পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়ন দপ্তরে পাঠিয়ে দেয়। সেখান থেকে জেলার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা সরকারি উচ্চ দফতর পাঠিয়ে দেয়।

Latest article