নিশীথ-বার্লাকে চাই না, গর্জে উঠল কোচবিহার

নিশীথ প্রামাণিক এবং জন বার্লাকে চাই না। দুই কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে এবার এইভাবেই গর্জে উঠলেন সাধারণ মানুষ।

Must read

অনুপম সাহা, কোচবিহার: নিশীথ প্রামাণিক এবং জন বার্লাকে চাই না। দুই কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে এবার এইভাবেই গর্জে উঠলেন সাধারণ মানুষ। বৃহস্পতিবার তুফানগঞ্জের প্রতিবাদ সভা সাক্ষী থাকল বিজেপির বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভের। তৃণমূল শহর ব্লকের উদ্যোগে তুফানগঞ্জ শহরের থানার মোড় কসমিক ক্লাবের মাঠে এই প্রতিবাদসভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, দলীয় চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, রাজ্য সহ-সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ, শহর ব্লক সভাপতি ইন্দ্রজিৎ ধর, তুফানগঞ্জ পুরসভার চেয়ারম্যান কৃষ্ণা ইশোর, ভাইস চেয়ারম্যান তনু সেন, তুফানগঞ্জ ১/এ ব্লকের সভাপতি মনোজ বর্মা, ১/বি ব্লকের সভাপতি প্রদীপ বসাক-সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন-আরও দ্রুত পরিষেবা দিতে ভাগ হচ্ছে আলাল পঞ্চায়েত

এদিন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, দুধ সাদা, রক্ত লাল, লঙ্কা ঝাল, রসগোল্লা মিষ্টি এটাই বাস্তব। আমরা সত্যের উপর দাঁড়িয়ে রাজনীতি করি। কিন্তু বিজেপির একগুচ্ছ নেতার বিরুদ্ধে একাধিক সমাজবিরোধী কাজের অভিযোগের মামলা রয়েছে। রবীন্দ্রনাথ ঘোষ বলেন, সমাজকে সুস্থ রাখার জন্য নিশীথ প্রামাণিক, জন বার্লার মতো বিজেপির নেতাদের সামাজিকভাবে বয়কট করা উচিত।

Latest article