সংবাদদাতা, জঙ্গিপুর : বহরমপুর শহরের বেআইনি ও বিপজ্জনকভাবে বসানো হোর্ডিং ভেঙে ফেলায় উদ্যোগী হচ্ছে তৃণমূল কংগ্রেস পরিচালিত বহরমপুর পুরসভা। এলাকায় ২-৩ হাজার হোর্ডিং থাকলেও এদের বেশিরভাগেরই মালিক পুরসভাকে কর দেয় না। শহরের একাধিক বহুতল বা রাজপথের ধারে বসানো এই হোর্ডিংগুলো ঠিকঠাক রক্ষণাবেক্ষণও করে না হোর্ডিং মালিকেরা। ফলে শহরে বহু হোর্ডিং বিপদজ্জনক অবস্থায় রয়েছে। যা ঝড়বৃষ্টিতে ভেঙে পড়তে পারে। তাই কালবৈশাখী বা অন্য কোনও প্রাকৃতিক দুর্যোগে বিপদ ঘটার আগেই পদক্ষেপ নিতে চাইছে বহরমপুর পুরসভা।
আরও পড়ুন-ব্যাঙ্ক বেসরকারীকরণ, কেন্দ্রকে তোপ মন্ত্রীর
সম্প্রতি কলকাতা এবং বিধাননগর পুর এলাকায় কালবৈশাখীতে একাধিক বড় হোর্ডিং ভেঙে পড়েছে। তৃণমূল পরিচালিত পুরসভার প্রধান নাড়ুগোপাল মুখোপাধ্যায় বলেন, ‘শহরে প্রায় ২-৩ হাজার হোর্ডিং থাকলেও এর বেশিরভাগই বেআইনি। যারা লাগিয়েছে তারা কর দেয় না। কালবৈশাখী বা অন্য কোনও প্রাকৃতিক বিপর্যয়ের সময় অবৈজ্ঞানিক এবং অবৈধভাবে বসানো হোর্ডিং ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। তাতে বাসিন্দাদের বিপদ হতে পারে। তাই আগেভাগেই বেআইনি হোর্ডিং চিহ্নিত করে ভেঙে ফেলতে শিগগিরই বড়সড় অভিযান নামতে চলেছি।’