অনুপম সাহা, কোচবিহার: বাম (CPIM) আমলে ক্যাডার পোষার জায়গা ছিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। বাম আমলে চাকরি হত কোটায়, চিরকুটে— নিয়োগ দুর্নীতি বিষয়ে বিস্ফোরক মন্তব্যের পর রবিবার ফের আরও একবার সরব উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (Minister Udayan Guha)। উদয়ন গুহ বলেন, বাম আমলে কারও কিছু হচ্ছে না? তাকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থায় লাগিয়ে দাও। এটা বাম নেতারা অস্বীকার করতে পারবেন না। একটা সিস্টেম ছিল ক্যাডারদের রাখতে হবে। তাদের আমরা ভাতা দিতে পারছি না। কিন্তু দলের হয়ে কাজ করছে তাহলে সরকারি চাকরিতে ঢুকিয়ে দাও। যখন আমি জেলা সম্পাদক হিসেবে ছিলাম ২-১ জনের কেস অনুমোদন করতে হয়েছে। তবে তারা কেউ আমার নিজের পরিবারের নয়। এটা যুগ যুগ ধরে হচ্ছে। চাকরি দেওয়ার ক্ষেত্রে এটা কংগ্রেস আমলে হয়েছে, বাম (CPIM) আমলেও হয়েছে। এদিন ফের আরও একবার চিরকুট-কাণ্ড নিয়ে নিজের মন্তব্যে অনড় থেকে উদয়ন গুহ বলেন— ‘আমি এখনও অনড়, আমি একেবারে ১০০ শতাংশ সত্যি কথা বলেছি। তখন প্রতিবাদ করার বয়সটাও কম ছিল। আমি আগেও বলেছি এখনও বলছি আগামী দিনেও একই কথা বলব। এখন যারা মাছ খাব না কাশী যাব বলছেন তখন আমি মুখ খুলতে বাধ্য হয়েছি। বাম আমলে চাকরি কোটাতে হয়েছে। সিপিআইএম, ফরওয়ার্ড ব্লক, আরএসপি, সিপিআই নেতারা দিয়েছেন। আমার বাবাকেও দিতে হয়েছে। বাবা তার ছেলে বা মেয়েকে চাকরি দেননি। কিন্তু দলের স্বার্থে দলের হোল টাইমারদের বা তাদের পরিবারের সদস্যদের চাকরি পাইয়ে দেওয়ার জন্য জেলা সম্পাদক হিসেবে বাবাকেও অনুমোদন দিতে হয়েছিল। যখন দেখলাম সিপিআইএমের কিছু নেতা ধরনামঞ্চে গিয়ে এমন ভাবে কথা বলছেন যে কোনও দিন তাঁরা শোনেনইনি এভাবে চাকরি দেওয়া যায়। কোনওদিন তাঁরা চাকরি দেননি। পাশাপাশি এদিন উদয়ন গুহ বলেন, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা বাম আমলে বাস-প্রতি কর্মিসংখ্যা হয়েছিল ১৮ জন। সংস্থাটি মুখ থুবড়ে পড়েছিল। এই সরকারের আমলে তা নামাতে নামাতে ১০-১১ জন করেছে। আবার চাঙ্গা হচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা।