অবৈধভাবে বালিপাচার, তৎপর হল প্রশাসন

বালি মাফিয়াদের ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না গ্রামবাসীরা। অবৈধভাবে পাচারের ফলে দুর্ঘটনায় মানুষের মৃত্যু হলেও প্রতিবাদ করার সাহস পান না গ্রামবাসীরা।

Must read

সংবাদদাতা, রামপুরহাট : অবৈধভাবে পাচার হচ্ছে বালি, পাথর। বালি মাফিয়াদের ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না গ্রামবাসীরা। অবৈধভাবে পাচারের ফলে দুর্ঘটনায় মানুষের মৃত্যু হলেও প্রতিবাদ করার সাহস পান না গ্রামবাসীরা। অবৈধভাবে বালি তোলার ফলে দুর্বল হয়ে পড়েছে দুই রাজ্যের যোগাযোগ সংযোগকারী সেতু। অভিযোগ পাওয়ার পরই খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন রামপুরহাট ১ নম্বর ব্লকের বিডিও অঙ্কুর মিত্র।

আরও পড়ুন-খাগড়ার ঐতিহ্যময় বাবা ভৈরবের বিসর্জন ঘিরেও উন্মাদনা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বীরভূমের রামপুরহাট থানার ঝাড়খণ্ড সীমান্তবর্তী গ্রাম শালবনি। রামপুরহাট ১ নম্বর ব্লকের নারায়ণপুর অঞ্চলের ওই গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে ব্রহ্মাণী নদী। ঝাড়খণ্ডের পাকুরিয়া থানার সঙ্গে বীরভূমের রামপুরহাট থানার যোগসূত্র গড়তে একটি সেতু নির্মাণ করা হয়েছে নদীর উপর। অবৈধভাবে বালি তোলার ফলে সেই সেতু এখন দুর্বল হয়ে পড়েছে। সেই দুর্বল সেতুর উপর দিয়েই ঝাড়খণ্ডের পাথরবোঝাই লরি ঢুকছে বীরভূমের রামপুরহাটে। রামপুরহাট ১ নম্বর ব্লকের বিডিও অঙ্কুর মিত্র বলেন, আমি নতুন যোগদান করেছি। ফলে বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে দেখছি। খোঁজ নিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ আধিকারিক ধীমান মিত্রও।

Latest article