বিহারের পূর্ব চম্পারণ জেলার সিশানি গ্রামে রাজকিয়া মধ্য সরকারি স্কুলে মিড ডে মিলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল ৩৭ জন পড়ুয়া। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এমনকী, ওই খাবার খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রাঁধুনি দীননাথ সিংও। দীননাথ জানিয়েছেন, তিনি রান্না করার পর খাবার চেখে দেখে পড়ুয়াদের সেই খাবার খেতে বারণ করেন।
আরও পড়ুন-বাড়ল আক্রান্ত ও মৃত
তাই বেশিরভাগ পড়ুয়াই সেই খাবার খায়নি। কিন্তু শিক্ষকরা কিছু পড়ুয়াকে জোর করে সেই খাবার খেতে বাধ্য করেন। সেই পড়ুয়ারাই সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়ে। এরপরেই শিক্ষকরা সেখান থেকে পালিয়ে যান। প্রাথমিক তদন্তের পর অনুমান করা হচ্ছে, অত্যন্ত নিম্নমানের ভোজ্য তেল দিয়ে রান্না করার জন্যই এই ঘটনা ঘটেছে। তবে তেলের নমুনা পরীক্ষার রিপোর্ট পেলেই আসল কারণ জানা যাবে।