বুয়েনোস আইরেস: আগেই জানিয়ে রেখেছেন কাতারেই জীবনের শেষ বিশ্বকাপ খেলবেন। এবার আর্জেন্টিনার পত্রিকা ‘দারিও ওলে’-কে দেওয়া সাক্ষাৎকারে মুখ খলেছেন লিওনেল মেসি। সাতবারের ব্যালন ডি’অরজয়ী মেসির (Footballer Lionel Messi) বক্তব্য, ‘‘যে কোনও গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে মাঠে নামার আগে বাড়তি উত্তেজনা অনুভব করি। আর এটা তো বিশ্বকাপ! তাই ফ্যানদের মতো আমিও উত্তেজিত। প্রত্যাশার চাপ তো থাকবেই। কিন্তু আমরা স্বপ্ন দেখছি।’’
শুক্রবার রাতেই বিশ্বকাপের চূড়ান্ত দল জানিয়ে দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। চোটের জন্য যে দু’জনকে নিয়ে সংশয় ছিল, সেই অ্যাঞ্জেল ডি’মারিয়া এবং পাওলো দিবালা দলে রয়েছেন। ৩৬ বছর আগে (১৯৮৬ সালে) শেষবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল অর্জেন্টিনা। তবে চলতি বছরে মেসির নেতৃত্বে কোপা আমেরিকা জিতেছে দেশ। তাই আশায় বুক বাঁধছেন আর্জেন্টাইন সমর্থকরা। মেসি আবার এই দলটার সঙ্গে ২০১৪ বিশ্বকাপের আর্জেন্টিনা দলের মিল খুঁজে পাচ্ছেন।
আরও পড়ুন- নতুন দায়িত্বে
আট বছর আগে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে ০-১ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল আর্জেন্টিনার। মেসি বলছেন, ‘‘২০১৪ বিশ্বকাপ দলের সঙ্গে বর্তমান দলের অনেক মিল রয়েছে। যেভাবে ওই দলটা গড়া হয়েছিল, এবারের দলটাও একইভাবে তৈরি হয়েছে। মানসিক শক্তির নিরিখেও দুটো দল একই বিন্দুতে দাঁড়িয়ে। এটা খুব গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচটা জিততে পারলে, সেই আত্মবিশ্বাস পরের ম্যাচগুলোতেও কাজে লাগবে।’’
বিশ্বকাপের ‘সি’ গ্রুপে সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ডের সঙ্গে রয়েছে আর্জেন্টিনা। মেসি (Footballer Lionel Messi) বলছেন, ‘‘আমাদের গ্রুপটা বেশ কঠিন। তাই প্রতিটি ম্যাচেই লড়াই হবে। তবে আমি আত্মবিশ্বাসী, ঈশ্বর সহায় হলে সেরা ফল করেই কাতার ছাড়ব।’’ বিশ্বকাপ শুরুর প্রায় এক মাস আগে থেকেই কাতারে ভিড় জমাতে শুরু করেছেন আর্জেন্টাইন ফুটবলপ্রেমীরা। সমর্থকদের এই আবেগ ছুঁয়ে গিয়েছে মেসিকেও। তিনি বলছেন, ‘‘ফ্যানরা সব সময় পাশে থাকেন। এর জন্য আমি কৃতজ্ঞ। তবে ওঁদের ভালবাসায় মাঝেমধ্যে ভয় লাগে।’’