প্রতিবেদন : আভাস আগেই পেয়েছিলেন। শেষ পর্যন্ত ঘটলও সেটাই। তবে টেস্ট দলের দরজা বন্ধ হলেও, হাল ছাড়ছেন না ঋদ্ধিমান সাহা। বরং চোয়াল শক্ত করে পরের লড়াইয়ের জন্য তৈরি হচ্ছেন।
শনিবার ঋদ্ধি বলছিলেন, ‘‘প্রধান নির্বাচক চেতন শর্মা জানিয়েছিলেন, শ্রীলঙ্কার বিরুদ্ধে আমাকে ভাবা হচ্ছে না। আমি পাল্টা জানতে চাই, শুধু শ্রীলঙ্কা সিরিজ? উনি জবাব দিয়েছিলেন, এখন থেকে আমাকে আর টেস্ট দলে ভাবা হবে না।” তাঁর বাড়তি সংযোজন, ‘‘এর আগে দক্ষিণ আফ্রিকা সফরের সময় রাহুল (দ্রাবিড়) ভাইও আকারে-ইঙ্গিতে একই আভাস দিয়েছিলেন।”
আরও পড়ুন-দুই রাজ্যে ভোট আজ
তাহলে কি হতাশা থেকেই রঞ্জি না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন? ঋদ্ধি বলছেন, ‘‘রঞ্জি ট্রফির দল নির্বাচনের আগেই চেতন আমাকে এই কথা জানিয়েছিলেন। আমি পুরোপুরি ব্যক্তিগত কারণে না খেলার সিদ্ধান্ত নিয়েছিলাম।” ঋদ্ধি আরও বলেন , ‘‘রঞ্জি খেললেই কী লাভ হত? রাহানে তো সেঞ্চুরি করল!” তিনি আরও বলেন, ‘‘আমি কারও কথায় অবসর নেব না। যতদিন ভাল লাগবে খেলা চালিয়ে যাব। নিউজিল্যান্ডের বিরুদ্ধে কানপুরে হাফ সেঞ্চুরি করার পর দাদি (সৌরভ গঙ্গোপাধ্যায়) হোয়াটস অ্যাপ করে জানিয়েছিলেন কোনও চিন্তা না করতে। ওঁর কথায় নতুন করে উৎসাহ পেয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত বাদই পড়লাম।”