দুই রাজ্যে ভোট আজ

অন্যদিকে পাঞ্জাবের ১১৭টি আসনে রবিবার একদফায় ভোট অনুষ্ঠিত হবে। প্রথমে ১৬ ফেব্রুয়ারি ভোট হওয়ার কথা ছিল পাঞ্জাবে।

Must read

নয়াদিল্লি : আজ রবিবার উত্তরপ্রদেশ বিধানসভার তৃতীয় দফার ভোট। পাশাপাশি এক দফায় ভোটগ্রহণ হবে পাঞ্জাবেও। এদিন উত্তরপ্রদেশের ১৬টি জেলার ৫৯টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে। অন্যদিকে পাঞ্জাবের ১১৭টি আসনে রবিবার একদফায় ভোট অনুষ্ঠিত হবে। প্রথমে ১৬ ফেব্রুয়ারি ভোট হওয়ার কথা ছিল পাঞ্জাবে।

আরও পড়ুন-আছড়ে ইউনিস

কিন্তু সন্ত রবিদাসের জন্মজয়ন্তী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের দাবিকে মান্যতা দিয়ে নির্বাচন কমিশন ২০ ফেব্রুয়ারি পাঞ্জাবের ভোট নির্দিষ্ট করে। উত্তরপ্রদেশের যে ১৬টি জেলায় তৃতীয় দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে তার মধ্যে রয়েছে আউরিয়া, ইটাওয়া, ফারুকাবাদ, ফিরোজাবাদ, হামিরপুর, হাথরাস, জালাউ, ঝাঁসি, কনৌজ, কানপুর দেহাত, কানপুর নগর, কাসগঞ্জ, ললিতপুর, মহোবা এবং মইনপুরী। করহাল বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।

আরও পড়ুন-ই-কমার্স সংস্থার সঙ্গে পাল্লা দিতে চায় রেল

এই আসন থেকে কেন্দ্রীয় মন্ত্রী এস পি সিং বাঘেলকে প্রার্থী করেছে বিজেপি। ইতিমধ্যেই করহালের সমস্ত বুথে আধা-সামরিক বাহিনী চেয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি। উত্তরপ্রদেশে তৃতীয় দফার ভোটে মূল লড়াই হতে চলেছে যাদব গড় বলে পরিচিত কেন্দ্রগুলিতে।

Latest article