আছড়ে ইউনিস

প্রবল ঝড়ের কারণে বিদ্যুৎ পরিষেবা ছাড়াও ট্রেন ও বাস চলাচল, বিমান পরিষেবা, এমনকী গ্যাস স্টেশনের পরিষেবা বন্ধ রাখতে হয়।

Must read

উত্তর-পশ্চিম ইউরোপে আছড়ে পড়ল প্রবল ঘূর্ণিঝড় ইউনিস। শুক্রবার রাতের এই প্রবল ঘূর্ণিঝড়ে ১১ জনের মৃত্যুর খবর মিলছে। ঘণ্টায় সর্বোচ্চ ১৯৬ কিলোমিটার গতিতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ইউনিস। লন্ডন ও তার নিকটবর্তী এলাকায় এই ঝড়ের দাপটে ১০ হাজারের বেশি গাছ ভেঙেছে। ভেঙেছে বেশকিছু ঘরবাড়ি।

আরও পড়ুন-ই-কমার্স সংস্থার সঙ্গে পাল্লা দিতে চায় রেল

আশ্রয়হীন হয়েছেন বেশ কয়েক হাজার মানুষ। প্রবল ঘূর্ণিঝড়ের দাপটে পশ্চিম ইউরোপের বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় ইউনিস ইউরোপে দ্বিতীয় বিধ্বংসী ঘূর্ণিঝড়। জানা গিয়েছে, এই ঝড় প্রথমে পশ্চিম ইংল্যান্ডে আঘাত হানে। তারপর শুক্রবার রাতে কর্নওয়ালে সমুদ্র উপকূলবর্তী এলাকায় ইউনিসের ল্যান্ডফল হয়।

আরও পড়ুন-যে কোনও দিন হামলা রাশিয়ার?

এই বিধ্বংসী ঘূর্ণিঝড়ের দাপটে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সমুদ্র উপকূলবর্তী এলাকায়। প্রবল ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ইংল্যান্ড, বেলজিয়াম, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসে। প্রবল ঝড়ের কারণে বিদ্যুৎ পরিষেবা ছাড়াও ট্রেন ও বাস চলাচল, বিমান পরিষেবা, এমনকী গ্যাস স্টেশনের পরিষেবা বন্ধ রাখতে হয়।

Latest article