‘আমি অভিভূত…!’ নব জোয়ারের ৫০তম দিন আবেগঘন মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়

আজ তৃণমূল কংগ্রেসের (TMC) সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) তাঁর তৃণমূলে নব জোয়ার যাত্রার ৫০তম দিন পূর্ণ করলেন

Must read

আজ তৃণমূল কংগ্রেসের (TMC) সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) তাঁর তৃণমূলে নব জোয়ার যাত্রার ৫০তম দিন পূর্ণ করলেন। আজ তিনি ডায়মন্ড হারবারে (Diamond Harbour) তাঁর নিজের নির্বাচনী এলাকা মগরাহাট-১ এবং মগরাহাট-২ ব্লক পরিক্রমা করেন। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় মগরাহাট পূর্ব বিধানসভা কেন্দ্রের চাকদহ হাট থেকে শুরু করে মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ঘোলা মোড় পর্যন্ত তিনটি পৃথক জন সংযোগ কর্মসূচি করেন। ফলতা বিধানসভা কেন্দ্রের ফলতা ব্লকের দোস্তিপুর মোড়ে আজকের অনুষ্ঠান শেষ হয়।

আরও পড়ুন-ব্রিজ ভূষণের বিরুদ্ধে চার্জশিট পেশ করল দিল্লি পুলিশ

২৫ এপ্রিল কোচবিহারে শুরু হয়েছিল এই কর্মসূচি আর আজ নব জোয়ারের ৫০তম দিন। এদিন বেশ কিছু প্রবীণ নাগরিক ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছিলেন শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার এবং আশীর্বাদ করার জন্য।

আরও পড়ুন-গুজরাটে বিপর্যয়ের ‘ল্যান্ডফল’ প্রক্রিয়া শুরু

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, ‘প্রোগ্রাম চলাকালীন আমাকে স্বাগত জানাতে জড়ো হওয়া মানুষদের প্রতিক্রিয়া দেখে আমি অভিভূত। আমি আরও বুঝতে পেরেছি যে, তৃণমূলে নব জোয়ার আসলে জাতি, ধর্ম বা বর্ণ নির্বিশেষে মানুষকে একত্রিত করেছে। মূলত, এটাও প্রমাণ করে যে, মা-মাটি-মানুষের সরকারের প্রতি তাঁদের সম্পূর্ণ আস্থা রয়েছে।’

আরও পড়ুন-ভারতীয়ের তথ্য বিকোচ্ছে ৪৯০ টাকায়, ‘নীরব’ মোদির মুখে কুলুপ, পিঠে কুলো

ডায়মন্ড হারবারে একটি লেজার শো-র আয়োজন করা হয়। দলের নেতাকর্মীদের সঙ্গে বসে সেই শো দেখেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তারপরেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক জানান, ‘হোক কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট৷ বুথে বুথে চারজন করে কেন্দ্রীয় বাহিনী থাকুক। ভোট তো মানুষ দেবে৷ তৃণমূলের ভোট গতবারের থেকে বাড়বে।’

Latest article