প্রতিবেদন : আবার ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) কলকাতা শাখার সভাপতি নির্বাচিত হলেন ডাঃ নির্মল মাজি (Dr Nirmal Majhi)। এবার নিয়ে টানা চারবার। কােষাধ্যক্ষ ছাড়া তৃণমূলের প্যানেলের প্রত্যেকেই জয়ী হয়েছেন। ১২ ঘণ্টারও বেশি সময় ধরে গণনায় আইএমএ কলকাতার সভাপতি পদে জয়ী হন নির্মল। সন্ধে সাড়ে ৬টা থেকে গণনা শুরু হয়। সাড়ে ১৪ রাউন্ড গণনায় পাঁচটি ভোট বাতিল হয়। ৩৬৬ ভোটের মধ্যে ৩৬১ ভোটের গণনা হয়। শেষে সভাপতি পদে জয়ী হন ডাঃ নির্মল মাজি। তাঁর শিবিরের প্যানেলের, সচিব পদে জেতেন মানব নন্দী। সহসভাপতি পদে জয়ী হয়েছেন মৌসুমী বন্দ্যোপাধ্যায়, প্রদীপ ভিমানি ও অসীম সরকার। কোষাধ্যক্ষ পদে জেতেন অনির্বাণ দোলুই। সহসম্পাদক পদে জয়ী আসিফ ইকবাল, কৌশিক বিশ্বাস ও শিল্পা বসু রায়। ভোটের সময় কিছু লোকজন গোলমাল পাকানোর চেষ্টা করে। একে অনভিপ্রেত বলে মন্তব্য করেন মন্ত্রী ডাঃ শশী পাঁজা ও বিধায়ক ডাঃ সুদীপ্ত রায়। সুদীপ্তবাবু জানান, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য পরিকাঠামো ঢেলে সাজাচ্ছেন। আইএমএ তাঁর সহযোগী হয়ে কাজ করবে। নির্মলের অভিযোগের তির বিজেপির দিকে। নির্মল মাঝি (Dr Nirmal Majhi) বলেছেন, ‘‘গোলমাল পাকিয়েছেন বিজেপির বহিরাগত কর্মী-সমর্থকরা। যারা সংগঠনের কেউ নয়।’’ বহিরাগতদের হামলায় তিনি এবং ডাঃ সুদীপ্ত রায় চোট পেয়েছেন। জানান, দুষ্কৃতীদের বিরুদ্ধে এফআইআর করবেন।