প্রতিবেদন : জিএসটি বিরোধীতায় সরব দেশের চিকিৎসকদের একাংশ। প্রশ্ন তোলা হচ্ছে, স্বাস্থ্যক্ষেত্রে কেন নেওয়া হবে জিএসটি? মানুষের অসুস্থতার উপর কর কেন? একটি কল্যাণকারী রাষ্ট্র কি আদৌ এমনভাবে জীবনদায়ী ওষুধের ওপর কর চাপাতে পারে? সরকারের কাছে স্বাস্থ্যক্ষেত্রে জিএসটি তুলে নেওয়ার প্রত্যাশা ও দাবি নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যকে এই মর্মেই চিঠি দিল দেশে অ্যালোপ্যাথি চিকিৎসকদের বৃহত্তম সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বা আইএমএ (Indian Medical Association)। শুধু জিএসটি নয়, চিকিৎসা ও চিকিৎসকদের দীর্ঘদিনের দাবি নিয়েও সরব হয়েছে আইএমএ (Indian Medical Association)। আইএমএ-র সর্বভারতীয় সভাপতি আরভি অশোকান ও মহাসচিব অনিলকুমার জে নায়েক স্বাস্থ্যমন্ত্রীকে লিখেছেন, চিকিৎসাধীন ব্যক্তির শয্যার ভাড়ার উপর জিএসটি বসিয়ে সরকার দৈন্যতা জাহির করছে। এই কর তুলে নেওয়া হোক। শুধু তাই নয়, ভেন্টিলেটর, মনিটর, অ্যানাস্থেশিয়ার যন্ত্রপাতির মতো জীবনদায়ী উপকরণে ১২ শতাংশ জিএসটি রয়েছে সে প্রশ্ন তোলা হয়েছে।
আরও পড়ুন- নতুন নির্দেশ জারি করল রাজ্যের অর্থ দফতর, আরও দ্রুত মিলবে লক্ষ্মীর ভাণ্ডার