বৃদ্ধির হার নামবে ৩ শতাংশের নিচে, পূর্বাভাস আইএমএফের

আর্থিক মন্দা চলতে পারে আরও ৫ বছর

Must read

প্রতিবেদন : বিশ্ব জুড়ে চলছে প্রবল আর্থিক মন্দা। যার জেরে আর্থিক বৃদ্ধির হার উদ্বেগজনকভাবে কমেছে। বিশ্ব জুড়ে আর্থিক বৃদ্ধির হার কমায় বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন আন্তর্জাতিক অর্থভাণ্ডারের ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিয়েভা (IMF’s Kristalina Georgieva)। উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি এদিন তিনি দুটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। যার একটি হল, চলতি অর্থবর্ষে বিশ্বের আর্থিক বৃদ্ধির হার ৩ শতাংশের নিচে নামতে পারে। আগামী পাঁচ বছর বিশ্ব অর্থনীতির এই দুর্দশা চলবে। জর্জিয়েভার এই মন্তব্য যথেষ্টই উদ্বেগজনক। একইসঙ্গে তিনি বলেছেন, বিশ্ব অর্থনীতিতে ভারত এবং চিনের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। ক্রিস্টালিনা (IMF’s Kristalina Georgieva) বলেন, তাঁদের অনুমান বিশ্বের মোট আর্থিক বৃদ্ধির অর্ধেকটাই হবে ভারত ও চিনের অবদান। উল্লেখ্য, গত অর্থবর্ষে বিশ্বের আর্থিক বৃদ্ধির হার ছিল ৩.৪ শতাংশ। ২০২৩-’২৪ অর্থবর্ষে তা ৩ শতাংশের নিচে নামতে পারে বলায় বিশ্ব জুড়ে উদ্বেগ ছড়িয়েছে। এর আগে ২০২২ -এর অক্টোবরে আইএমএফ তার ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক শীর্ষক রিপোর্ট জানিয়েছিল, প্রথমে করোনা তারপর রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ গোটা বিশ্বের আর্থিক বৃদ্ধির ক্ষেত্রে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করেছে। করোনা অতিমারি এবং যুদ্ধ পরিস্থিতি গোটা দুনিয়ায় মুদ্রাস্ফীতির মতো এক দানবকে জাগিয়ে তুলেছে। আইএমএফ প্রধান আরও বলেছেন, ১৯৯০ সালের পর সবচেয়ে কম বৃদ্ধির সাক্ষী আমরা। এর ফলে গোটা বিশ্বেই ক্ষুধা, দারিদ্র, বেকারত্ব বাড়বে। বিশ্ব অর্থনীতির পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহেই বিশ্ব ব্যাঙ্কের বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক হতে চলেছে আইএমএফ-এর শীর্ষ কর্তাদের। ওই বৈঠকের আগেই ক্রিস্টালিনার এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা।

আরও পড়ুন- ডিভোর্সের জন্য মেলানিয়ার হয়ে সাক্ষ্য দিতে রাজি

Latest article