বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার: জেলার সমস্ত মানুষ পুজোর আনন্দে মেতে উঠলেও, পুজোর কদিন কর্তব্যে অবিচল থাকতে দেখা গেল আলিপুরদুয়ার পুরসভার প্রশাসক প্রসেনজিৎ করকে। উৎসবকালে আলিপুরদুয়ারের মানুষ যাতে কোনও সমস্যার সম্মুখীন না হন, তার দিকে সর্বদা খেয়াল রেখে গেলেন। পুজো শেষে বিসর্জন যাতে সুচারুভাবে সম্পন্ন হয় তার জন্য বিশেষ উদ্যোগও নিয়েছেন। আলিপুরদুয়ারের বিসর্জন ঘাটগুলোকে আগেই পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখা হয়েছিল। বিজয় দশমীর আগের দিন ঘাটে পুরসভার পক্ষ থেকে বৈদ্যুতিক আলোর ব্যবস্থা করা হয়েছিল।
আরও পড়ুন : বিপ্লব দেবের পুলিশের যুক্তি হাস্যকর: কাজের চাপে ধরা যায়নি অপরাধী
বিসর্জনের দিন পুরকর্মচারীদের সঙ্গে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদেরও নিরাপত্তার কারণে মোতায়েন করা হয়েছিল। তিনি নিজে ঘাটে উপস্থিত থেকে বিসর্জনের তদারকি করেছেন। পুরকর্মীরাই গাড়ি থেকে প্রতিমা নামিয়ে কালজানি নদীতে বিসর্জন দিয়েছেন। সমস্ত বিসর্জন সম্পন্ন হওয়ার পর পুর প্রশাসক নিজে হাতে পুরকর্মী ও বিপর্যয় মোকাবেলা দফতরের কর্মীদের মিষ্টিমুখ করিয়ে বিজয়া পালন করেন নদীর ঘাটে। পুর প্রশাসক প্রসেনজিৎ কর বলেন, ‘পুজো থেকে বিসর্জন, পুরো প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তার জন্য আমরা পুরসভার পক্ষ থেকে সমস্ত ব্যবস্থা করেছি। আলিপুরদুয়ারবাসী পাশে থেকে আমাদের কাজ সহজ করে দিয়েছে। সবাইকে ধন্যবাদ ও শুভ বিজয়া জানাই।’