প্রতিবেদন : খারাপ সময় চলছে পাকিস্তানের ক্রিকেট তারকা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের। তাঁর বর্তমান ঠিকানা এখন পাক পাঞ্জাবের অটক জেল। গত শনিবার থেকেই তিনি জেলবন্দি। সেখানে তাঁকে বেকায়দায় ফেলেছে সি ক্যাটেগরি জেলের পরিবেশ। জেল সূত্রে খবর, স্যাঁতসেঁতে একচিলতে কামরায় রাখা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীকে। সেখানে একদিকে যেমন দিনরাত মশা-মাছি ভনভন করছে, তেমনই সেলের ভিতরে ঘুরে বেড়াচ্ছে সারি সারি পিঁপড়ে। তার উপর বিছানায় ভর্তি ছারপোকা। সব মিলিয়ে অপরিচ্ছন্ন পরিবেশে জেরবার হতে হচ্ছে ইমরান খানকে।
আরও পড়ুন-স্বাধীনতা দিবসের আগে দিল্লিতে ‘ফুল ড্রেস রিহার্সাল’
প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে জেলে গিয়ে দেখা করার পর তাঁর আইনজীবী নইম হায়দার পানজোথা জানিয়েছেন, জেলের কুঠুরিতে একটি মাত্র খোলা শৌচাগার রয়েছে। সেই জানালা দিয়ে বৃষ্টির ছাঁট আসছে অনবরত। সেখানে টিভি নেই, সুযোগ নেই খবরের কাগজ পড়ারও। আইনজীবী জানান, এত প্রতিবন্ধকতার মধ্যে থেকেও কোনওভাবেই ভেঙে পড়েননি ইমরান। এই কঠিন পরিস্থিতিতেও লড়াই করছেন ক্যাপ্টেন।
আরও পড়ুন-‘দ্রুত তদন্ত শেষ করতে পারব’, যাদবপুর কাণ্ডে আশাবাদী পুলিশ কমিশনার, রিপোর্ট চাইল ইউজিসি
তোষাখানা মামলায় ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে ইসলামাবাদের নিম্ন আদালত। এরপরই লাহোরের বাসভবন থেকে গ্রেফতার করা হয় তাঁকে। নিম্ন আদালতের রায়কে ‘পক্ষপাতদুষ্ট ও বিচারের নামে প্রহসন’ আখ্যা দিয়েছে ইমরানের দল। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ারও প্রস্তুতি নিচ্ছে ইমরান শিবির। রায়ের ফলে আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না প্রাক্তন প্রধানমন্ত্রী। তবে ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশে অটক জেলে বন্দি ইমরানের সঙ্গে দেখা করতে পারবেন তাঁর আইনজীবী ও পরিবারের সদস্যরা।