দেশের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি (Bilwal Bhutto Zardari) সম্পর্কে বিস্ফোরক ও বিতর্কিত মন্তব্য করলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। সোমবার ইমরান (Imran Khan) বলেন, ভিক্ষা চাইতে আমেরিকা সফরে যাচ্ছেন বিলাওয়াল (Bilwal Bhutto Zardari)। ইমরানের দাবি, আমেরিকা রুষ্ট হতে পারে এমন কোনও কাজ বিলাওয়াল কখনওই করবেন না। কারণ তাঁর মোট সম্পত্তির বেশিরভাগটাই আমেরিকার কোনও না কোনও ব্যাঙ্কে গচ্ছিত আছে। তাই মার্কিন প্রশাসনকে কীভাবে সন্তুষ্ট করা যায় সেটাই বিলাওয়ালের মূল লক্ষ্য। বাইডেন প্রশাসন পাকিস্তান (Pakistan) দখল না করেই দেশটাকে নিজের চাকরে পরিণত করেছে। সরকার চলছে আমেরিকার নির্দেশে। উল্লেখ্য, ১৮ মে নিউ ইয়র্কে বিশ্ব খাদ্য নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে এক আলোচনাসভায় যোগ দিতে আমেরিকা যাচ্ছেন বিলাওয়াল ভুট্টো জারদারি।
আরও পড়ুন: এবার পিছু হঠছে রাশিয়া? খারকিভ উদ্ধারের দাবি ইউক্রেনের