প্রতিবেদন : পাকিস্তানের রাজনৈতিক মহল মনে করছে, পাক প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগ কেবলমাত্র সময়ের অপেক্ষা। ইতিমধ্যেই বিরোধীরা ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে। বিরোধীদের আনা সেই অনাস্থা প্রস্তাব সমর্থন করার কথা ঘোষণা করেছে সরকারের পক্ষে থাকা দুই দল। যথারীতি নির্ধারিত সময়ে শুক্রবার পাক সংসদের অধিবেশন শুরু হয়। এদিন অধিবেশন শুরুর পর পেশোয়ারে জঙ্গি হামলায় প্রাণ হারানো সাংসদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধাজ্ঞাপনের পর পাক সংসদের স্পিকার আসার কাইজার জানান, বিরোধীদের পেশ করা অনাস্থা প্রস্তাব সংক্রান্ত আলোচনা সোমবার বিকেল চারটে পর্যন্ত মুলতবি থাকবে। মৃত সাংসদদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত। অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার সিদ্ধান্ত পিছিয়ে দেওয়ার কড়া নিন্দা করেছেন পিএমএল-(এন) নেতা শাহবাজ শরিফ। শাহবাজ বলেছেন, অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা যতই পিছোনো হোক না কেন, প্রধানমন্ত্রীর পদ থেকে ইমরানকে সরতেই হবে। উল্লেখ্য, ৮ মার্চ ইমরান খানের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করেন বিরোধী দলের সাংসদরা। ৩৪২ সদস্যবিশিষ্ট জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য ১৭২ জন সাংসদের সমর্থন প্রয়োজন। ইমরানের নিজের দল তেহরিক-ই-ইনসাফের সদস্য সংখ্যা ১৫৫। কিন্তু এমকিউএম-সহ আরও কয়েকটি দলের সমর্থন নিয়ে ইমরান সরকার গঠন করেছিলেন। যদিও এমকিউএম এবার বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে।
আরও পড়ুন – মোদিকে ভীতু–কটাক্ষ কেজরির
পাক রাজনৈতিক মহলের আশঙ্কা, বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের বিরুদ্ধে কোনওভাবেই জয় পাবেন না ইমরান। সেক্ষেত্রে তাঁর পদত্যাগ শুধু সময়ের অপেক্ষা। পাক রাজনীতিতে বরাবরই একটি বড় ভূমিকা নিয়ে থাকে সে দেশের সেনাবাহিনী। সেনাবাহিনী আগেই ইমরানের মাথার উপর থেকে তাদের হাত সরিয়ে নিয়েছে। ফেব্রুয়ারির শেষে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরুর সঙ্গে সঙ্গেই মস্কো সফরে গিয়েছিলেন ইমরান। শুধু যাওয়াই নয়, সেখানে তিনি প্রকাশ্যেই আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নকে তীব্র কটাক্ষ করেছিলেন। ইমরানের এই ভূমিকায় পাক সেনাবাহিনী প্রবল ক্ষুব্ধ। একটি সূত্রের খবর, পাক সেনাপ্রধান জেনারেল কামর বাজওয়া ইমরানকে নাকি পদত্যাগের পরামর্শই দিয়েছেন। গোটা দেশজুড়ে ইমরানের (Imram Khan) বিরুদ্ধে ক্ষোভ ক্রমশই বাড়ছে। সম্প্রতি পাকিস্তানে মুদ্রাস্ফীতির অস্বাভাবিক বৃদ্ধির কারণে সে দেশের সাধারণ মানুষ নাজেহাল। সব মিলিয়ে সরকার চালাতে গিয়ে একেবারে বেসামাল হয়ে পড়েছেন ইমরান। এই পরিস্থিতিতে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব নিয়ে শুক্রবার সংসদে আলোচনা হওয়ার কথা ছিল। সেদিকেই নজর ছিল গোটা দেশের। কিন্তু আপাতত আইনি কৌশলে ইমরান আরও কিছুটা সময় কিনলেন। স্পিকার এদিন সংসদের অধিবেশন সোমবার পর্যন্ত মুলতবি করে দিয়েছেন। পরাজয়ের প্রবল ইঙ্গিত থাকলেও সংসদের বাইরে ইমরান (Imram Khan) নিজের ক্ষমতা জাহির করতে রবিবার ইসলামাবাদের প্যারেড গ্রাউন্ডে এক জনসভা আহ্বান করেছেন।