মোদিকে ভীতু–কটাক্ষ কেজরির

Must read

নয়াদিল্লি : রাজ্য নির্বাচন কমিশনকে চাপ দিয়ে দিল্লির পুরনির্বাচন স্থগিত রাখতে চাইছে কেন্দ্রীয় সরকার। এই অভিযোগ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal)। দিল্লি বিধানসভায় চলতি বাজেট অধিবেশনে ভাষণ দেওয়ার সময় কেজরিওয়াল (Arvind Kejriwal) বলেছেন, বিজেপি ‘ছোট দল’ আপকে ভয় পায়। তাই দিল্লির পুরভোট স্থগিত করার ছক৷ তাঁর কটাক্ষ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘৫৬ ইঞ্চি ছাতির’ মিথ্যা দাবি করে থাকেন। উনি আসলে কাপুরুষ৷ কেজরি বলেন, এই বছরের ডিসেম্বরে গুজরাতে বিধানসভা নির্বাচন হতে চলেছে এবং লোকেরা বলছে যে বিজেপি সেখানে হারবে৷ বিজেপি যদি মনে করে তাদের হার নিশ্চিত, তবে নির্বাচনের ১০ দিন আগে তারা নির্বাচন কমিশনকে লিখবে যে আমরা মহারাষ্ট্র ও গুজরাতকে মিশিয়ে দিচ্ছি। তাই নির্বাচন পিছোনো উচিত। লোকসভা ভোটে হাওয়া খারাপ বুঝলেও তারা ছলচাতুরি শুরু করবে৷

Latest article