প্রতিবেদন: পাকিস্তানে একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থার অবসান না হওয়া পর্যন্ত জেলবন্দি থেকে লড়াই করবেন বলে বার্তা দিলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর মতে, পাকিস্তান বর্তমানে সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে দেশের মানুষকে সত্যিকারের স্বাধীনতা দিতে লড়াই চালিয়ে যেতে হবে।
আরও পড়ুন-অপহরণের পর বিয়ের প্রস্তাব হামাস জঙ্গির! মুক্ত হয়ে জানান ইজরায়েলি তরুণী
পিটিআই-এর প্রতিষ্ঠা দিবসে জেলবন্দি অবস্থায় দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া বার্তায় ইমরান একনায়কতন্ত্রের সঙ্গে কোনও আপস না করার অঙ্গীকার করেছেন। তার জন্য প্রয়োজনে আরও নয় বছর জেল খাটার জন্যও তিনি প্রস্তুত বলে দাবি করেন। দেশবাসীকে দেওয়া বার্তায় ইমরান বলেন, বর্তমানে একনায়কতান্ত্রিক শাসনে পাকিস্তানের অর্থনীতি, প্রশাসনিক শাসন, আইনের শাসন ও গণতন্ত্র ভেঙে পড়েছে। প্রত্যেক নাগরিককে নিজরদের দায়িত্ব পালনের মধ্যে দিয়ে দেশের পতন রুখতে এগিয়ে আসতে হবে। ইমরান খানের কথায়, রাষ্ট্রের জন্য আমার বার্তা এই যে, বাস্তবের স্বাধীনতা ফিরিয়ে আনতে যে কোনও বলিদান দিতে আমি প্রস্তুত। কিন্তু আমার ও আমার দেশের স্বাধীনতার জন্য কোনও আপস করব না। সেইসঙ্গে তিনি আরও বলেন, প্রয়োজন হলে আরও নয় বছর বা প্রয়োজনে তার থেকেও বেশি সময় জেল খাটব আমি। কিন্তু কখনই তাদের সঙ্গে কোনও চুক্তি স্বাক্ষর করব না যারা আমার দেশকে ক্রীতদাসত্বের দিকে ঠেলে দিয়েছে।