বালুরঘাটে পুরুষের চেয়ে ভোটে এগিয়ে মহিলারাই

বালুরঘাট লোকসভা কেন্দ্রে পুরুষদের তুলনায় ভোটদানে এগিয়ে মহিলারা। শুক্রবার দ্বিতীয় দফায় বালুরঘাট লোকসভা কেন্দ্রের ভোট হয়।

Must read

সংবাদদাতা, বালুরঘাট : বালুরঘাট লোকসভা কেন্দ্রে পুরুষদের তুলনায় ভোটদানে এগিয়ে মহিলারা। শুক্রবার দ্বিতীয় দফায় বালুরঘাট লোকসভা কেন্দ্রের ভোট হয়। বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া ভোট হয়েছে শান্তিপূর্ণ। বালুরঘাটে ১৫ লক্ষ ৬১ হাজার ৯৬৬ জন নির্বাচকের মধ্যে ভোটদান দেন ১২ লক্ষ ৩৫ হাজার ৩৪০ জন, শতাংশের নিরিখে ৭৯.০৯ শতাংশ। তার মধ্যে ৬ লক্ষ ১৬ হাজার ৬৬৭ জন পুরুষ। বিপরীতে মহিলা ভোটদাতা ৬ লক্ষ ১৮ হাজার ৬৪৯।

আরও পড়ুন-একনায়কতন্ত্র থেকে মুক্তি পেতে জেল খাটতেও রাজি, আপসহীন বার্তা ইমরান খানের

জেলা নির্বাচন দফতর সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী ইটাহার বিধানসভা কেন্দ্রে ভোটদানের হার ৭৫.২৭ শতাংশ, কুশমন্ডিতে ৭৯.৭৮, কুমারগঞ্জে ৭৯.৫৮, বালুরঘাটে ৮০.৬১, তপনে ৮০.৮২, গঙ্গারামপুরে ৮০.২৬, হরিরামপুরে ৭৭.৮৭ শতাংশ। ২০১৯-এর লোকসভা নির্বাচনে বালুরঘাট লোকসভা কেন্দ্রে ভোট পড়েছিল ৮৪.৪ শতাংশ। শুক্রবার ভোটের পর হরিরামপুর, কুশমন্ডি এবং গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রের ইভিএমগুলি রাখা ছিল বুনিয়াদপুর কলেজ ডিসিআরসিতে এবং ইটাহারের ইভিএম রাখা ছিল রায়গঞ্জে ডিসি আরসিতে। কড়া নিরাপত্তায় ইভিএমগুলি বালুরঘাট কলেজ স্ট্রং রুমে আনা হয়। ছিলেন জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসক বিজিন কৃষ্ণা, পুলিশ সুপার চিন্ময় মিত্তাল। বিজিন জানিয়েছেন, ইভিএমগুলি স্ট্রংরুমে সাজানো হয়ে গিয়েছে। নিরাপত্তায় সিআরপিএফ। প্রার্থী বা প্রার্থীর প্রতিনিধিদের বসার ব্যবস্থা আছে, স্ট্রংরুমের গেট পর্যন্ত সিসিটিভি ক্যামেরা রয়েছে। প্রার্থী বা তাঁর প্রতিনিধি যদি স্ট্রংরুম পরিদর্শন করতে চান দিনে একবার একজন একজন করে পরিদর্শন করতে পারবেন।

Latest article