প্রতিবেদন : জলে গেল ইমরান খানের যাবতীয় ফন্দি–ফিকির৷ বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব বাতিলের সিদ্ধান্ত অসাংবিধানিক বলে রায় দিল পাক সুপ্রিম কোর্ট। এর আগে বিরোধীদের অনাস্থা প্রস্তাবকে খারিজ করে দিয়েছিলেন ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। বৃহস্পতিবার সেই সিদ্ধান্তকে অসাংবিধানিক বলে ঘোষণা করল পাক সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চ। একইসঙ্গে বেঞ্চের নির্দেশ, আগামী ৯ এপ্রিল পাক সংসদের অধিবেশন ডাকতে হবে৷ সেখানেই ঠিক হবে কবে আনা হবে অনাস্থা প্রস্তাব৷ প্রেসিডেন্ট আরিফ আলভির সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তকেও এদিন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। একটানা চারদিন ধরে শুনানির পর বৃহস্পতিবার রাত ৯টায় রায় ঘোষণা করে পাকিস্তানের সর্বোচ্চ আদালত। শুনানি ও রায় ঘোষণা উপলক্ষে এদিন সুপ্রিম কোর্ট (Supreme Court) চত্বর কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছিল। আদালত চত্বরেও তৈরি হয়েছে তুমুল উত্তেজনা। রায় ঘোষণার আগে আদালত কক্ষের ভেতরে পুলিশ ও আইনজীবীদের একপ্রস্থ হাতাহাতি হয়ে যায়। শীর্ষ আদালতের (Supreme Court) নির্দেশে বড় বিড়ম্বনায় পড়লেন ইমরান। রাজনৈতিক মহলের মত, এরপর সংসদে অনাস্থা প্রস্তাব পেশ হলে ইমরানের পরাজয় কেউ আটকাতে পারবে না। আস্থা ভোট বানচাল করার ইমরানী–চাল মাঠেই মারা গেল৷