পুতিনের দুই মেয়ের উপর নিষেধাজ্ঞা আমেরিকার

Must read

প্রতিবেদন : ইউক্রেনের বুচায় গণহত্যার কথা সামনে আসতেই রাশির উপর আবার নতুন করে নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা। শুধু রাশিয়ার উপর নয়, সে দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়ের উপরেও নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা (America)। প্রশ্ন হল, পুতিনের মেয়েদের উপর কেন নিষেধাজ্ঞা আরোপ করা হল? পুতিনের দুই মেয়ে ক্যাটরিনা এবং মারিয়া। ক্যাটরিনা পেশায় একজন ইঞ্জিনিয়ার। তাঁর বিভিন্ন কাজ রাশিয়া সরকার বিশেষত সে দেশের প্রতিরক্ষা শিল্পকে যথেষ্ট সহযোগিতা করে। সে কারণেই ক্যাটরিনার উপর নিষেধাজ্ঞা আরোপের মার্কিন সিদ্ধান্ত। অন্যদিকে পুতিনের অন্য মেয়ে মারিয়া সে দেশের সরকারের বিভিন্ন পরিকল্পনা রূপায়ণের সঙ্গে যুক্ত। যে কাজে রাশিয়ার সরকার কোটি কোটি ডলার খরচ করে থাকে। এই সমস্ত সরকারি প্রকল্পের দেখভালের ভার মারিয়ার হাতে থাকলেও বিষয়টি নিয়ন্ত্রণ করেন পুতিন নিজেই। আমেরিকার (America) অনুমান, পুতিনের দুই মেয়ের বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে। যদিও সেই সম্পত্তির হদিশ পাওয়া খুবই কঠিন। আমেরিকা-সহ বিশ্বের বিভিন্ন দেশে বেনামে বিপুল বিনিয়োগ আছে পুতিনের। দুই মেয়ে-সহ বিভিন্ন আত্মীয়দের নামে বিপুল পরিমাণ সম্পত্তি সরিয়ে রেখেছেন পুতিন। সেকারণেই এই নিষেধাজ্ঞা।

Latest article