সংবাদদাতা, উদয়নারায়ণপুর : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা ও রাজ্য সরকারের ইতিবাচক ভূমিকায় হাওড়ায় একাধিক শিল্প গড়ে উঠছে। বহু শিল্পপতি হাওড়ায় বিনিয়োগ করছেন। শিল্পে হাওড়ার পুরনো গৌরব ফিরে আসছে। সেই শিল্প সংস্থাগুলিকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করে মুখ্যমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়িত করতে হবে। হাওড়ার শরৎ সদনে তৃণমূল শ্রমিক সংগঠনের এক কর্মিসভায় এ-কথা বলেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। হাওড়া সদরের ওই কর্মিসভায় ছিলেন আইএনটিটিইউসির জেলা (সদর) সভাপতি প্রাণকৃষ্ণ মজুমদার, সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের হাওড়ার (সদর) সভাপতি ও বিধায়ক কল্যাণ ঘোষ, ডাঃ রানা চ্যাটার্জি, নন্দিতা চৌধুরি, যুব তৃণমূলের রাজ্য সম্পাদক কৈলাশ মিশ্র প্রমুখ। সভায় কর্মীদের উদ্দেশে ঋতব্রত বলেন, একটি সংস্থায় একটাই আইএনটিটিইউসির সংগঠন থাকবে। একই জায়গায় তৃণমূল শ্রমিক সংগঠনের ব্যানারে একাধিক সংগঠন চালানো চলবে না।
আরও পড়ুন : কারখানা বিক্রির পথে কেন্দ্র
আইএনটিটিইউসির জেলা কমিটির অনুমোদন ছাড়া সংগঠনের নাম করে আর কোনও ইউনিট খোলা যাবে না। আইএনটিটিইউসির নাম করে কোথাও কোনও একাধিক ইউনিট থাকবে না। এই কারণেই জেলার সব শিল্প সংস্থায় আইএনটিটিইউসির আগের সমস্ত ইউনিট ভেঙে দিয়ে নতুন ইউনিট গড়ে তোলা হবে। জেলা ও রাজ্য নেতৃত্ব বসে সব সংস্থাতেই একটি করে ইউনিট তৈরি করে দেবে। ঋতব্রত আরও জানান ‘কোনও দ্বিপাক্ষিক বা ত্রিপাক্ষিক বৈঠকে আইএনটিটিইউসির কোনও প্রতিনিধি একা যেতে পারবেন না। তিন-চার জন যাবেন।’ পাশাপাশি অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের আরও বেশি করে সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পে আরও বেশি সংখ্যায় আনতে হবে। এই প্রকল্পকে ব্লক ও পঞ্চায়েতস্তরে ছড়িয়ে দিতে হবে। এই ক্ষেত্রে তৃণমূল শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। এই সভায় যোগ দেওয়া শ্রমিকদের কাছ থেকেও বিভিন্ন মতামত নেওয়া হয়। হাওড়ায় শিল্পের পুরনো গৌরব ফিরিয়ে আনতে তৃণমূল শ্রমিক সংগঠনের সবাই একসঙ্গে কাজ করবেন বলে এই সভা থেকে শপথ নেন সংগঠনের নেতা কর্মীরা।