‘এক ডাকে অভিষেক’-এ ফোন করেই মুশকিল আসান, ২৪ ঘণ্টায় অ্যাডমিট কার্ড পেল ছাত্রী

বৃহস্পতিবার স্কুল থেকে অ্যাডমিট কার্ড না মেলায় মাথায় হাত পড়ে যায় খড়্গপুরের ১ নম্বর ব্লকের জয়গোপালপুরের খেলাড় গজেন্দ্র উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী সোনালি মিদ্যার

Must read

প্রতিবেদন : শুধু কথা নয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রকৃতই মানুষের পাশে থাকেন, তাঁদের সমস্যার সমাধান করেন, তার হাতেগরম প্রমাণ পেল এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। বৃহস্পতিবার স্কুল থেকে অ্যাডমিট কার্ড না মেলায় মাথায় হাত পড়ে যায় খড়্গপুরের ১ নম্বর ব্লকের জয়গোপালপুরের খেলাড় গজেন্দ্র উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী সোনালি মিদ্যার। গ্রামের কয়েকজনের পরামর্শে সোনালির বাবা শুক্রবার সকালে ‘এক ডাকে অভিষেক’-এ ফোন করে সাহায্যের আবেদন জানান। আর সঙ্গে সঙ্গেই মুশকিল আসান। ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাডমিট কার্ড হাতে পেয়ে যায় সোনালি।

আরও পড়ুন-ইডি-সিবিআইয়ের অতি সক্রিয়তার বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব তৃণমূলের

গত শুক্রবার সমস্যাটি নথিভুক্ত করার পর তৎক্ষণাৎ অভিষেকের অফিস থেকে শিক্ষা দফতরকে বিষয়টিকে জানানো হয় এবং সেদিনই বিকেলবেলায় মিদ্যা পরিবারকে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে শনিবার বিকাশ ভবনে যেতে বলা হয়। বাবা খোকন মিদ্যাকে নিয়ে গিয়ে সোনালি অ্যাডমিট কার্ড সংগ্রহ করে।
সোনালি জানায়, শারীরিক অসুস্থতায় ফর্ম ফিলআপ করতে পারিনি। তাই অ্যাডমিট কার্ড পাইনি। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য পরীক্ষায় বসতে পারব, ওঁকে অসংখ্য ধন্যবাদ জানাই।

আরও পড়ুন-গোল্ডেন গ্লোবের পর অস্কার জিতল ‘আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু’

এর আগেও এভাবে ফোন করে অ্যাডমিট কার্ড পেয়েছিল মাধ্যমিক পরীক্ষার্থী সোনামুখীর ময়না মণ্ডল। শারীরিক অসুস্থতার কারণে সে-ও ফর্ম ফিলআপ করে উঠতে পারেনি। এবার সেভাবেই সহায়তা পেল সোনালি মিদ্যা।

Latest article