ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশে (Madhya Pradesh) বেকারের সংখ্যা ৩৯ লক্ষ। সেখানে গত ৩ বছরে রাজ্য সরকারি চাকরিতে নিয়োগ পেয়েছেন মাত্র ২১ জন! শুধু তাই নয় চাকরি দিতে শিবরাজ সিং চৌহানের সরকারের তাতে খরচ হয়েছে ৮০ লক্ষ টাকা। যা নিয়ে তোলপাড় সারা দেশ। তুলোধনা তৃণমূল কংগ্রেসের (TMC)।
মন্ত্রী শশী পাঁজা (Shashi panja) বলেছেন, “বিজেপির অধীনে মধ্যপ্রদেশের কর্মসংস্থান অফিসের অবস্থা আশঙ্কাজনক! ৩৯ লাখ বেকারের মধ্যে মাত্র ২১ জনের কর্মসংস্থান হয়েছে! জনপ্রতি খরচ ৮০! এটাই কি বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের ক্ষমতা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি?”
জানা গিয়েছে, ২০২০ সাল থেকে মধ্যপ্রদেশে (Madhya Pradesh) সরকারি চাকরি পেয়েছেন মাত্র ২১ জন। অথচ বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন এই রাজ্যে বেকারের সংখ্যা প্রায় ৩৯ লক্ষ। সম্প্রতি এই ডাবল ইঞ্জিন রাজ্যের এমন করুণ ছবি প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন: পথ হারিয়েছিল, পরীক্ষার্থীকে উদ্যোগ নিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছল হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ড
গত ১ মার্চ মধ্যপ্রদেশ বিধানসভায় কংগ্রেস বিধায়ক মেভারাম জাটভের এক প্রশ্নের জবাবে এই তথ্য জানানো হয় রাজ্য সরকারের তরফে। তারপরই শোরগোল পড়ে গিয়েছে দেশজুড়ে। অথচ গত তিন বছরে মধ্যপ্রদেশের ৫২টি জেলায় কর্মসংস্থানের অফিস পরিচালনার জন্য খরচ হয়েছে প্রায় ১৭ কোটি টাকা। অর্থাৎ, হিসেব মতো একজনকে চাকরি দিতে সরকারের খরচ হয়েছে ৮০ লক্ষ টাকা। চলতি বছর শেষে বিধানসভা ভোট মধ্যপ্রদেশে। তার আগে রাজ্যের এই পরিস্থিতি নিয়ে কোমর বাঁধছে বিরোধীরা।
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…