সংবাদদাতা, মালদহ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ও উদ্যোগে ইতিমধ্যেই সংখ্যালঘু মানুষের উন্নয়নে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। এবার সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের উদ্যোগে ৪.১১ কোটি টাকা ঋণ অনুমতিপত্র প্রদান করা হল। সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম দফতর সূত্রে জানা গিয়েছে, তার মধ্যে রয়েছে অর্থনৈতিক কল্যাণ, বৃত্তি, কোচিং জনসচেতনতা এবং ক্যারিয়ার কাউন্সিলিং।
আরও পড়ুন-পরিচালন সমিতির ভোটে জয়ী তৃণমূল
সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের অর্থনৈতিক উন্নয়নের জন্য যে প্রকল্পগুলো রয়েছে সেগুলোর মধ্যে আছে টার্ম লোন, স্বনির্ভর গোষ্ঠীর জন্য মাইক্রোফিন্যান্স, প্রি ম্যাট্রিক্স স্কলারশিপ, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, ট্যালেন্ট সাপোর্ট প্রোগ্রাম এবং স্বামী বিবেকানন্দ মেরিটকাম মেন্স স্কলার্শিপ ছাড়াও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিনামূল্যে কোচিংয়ের ব্যবস্থা রয়েছে। দফতর সূত্রে আরও জানা যায় ২০১১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত সারা রাজ্যে প্রায় দুই কোটি ৮০ লক্ষ ছাত্রছাত্রীকে ছয় হাজার টাকা করে স্কলারশিপ প্রদান করা হয়েছে। ব্যক্তিগত ও স্বনির্ভর গোষ্ঠী মিলিয়ে ১০ লক্ষ ৬১ হাজার সংখ্যালঘু ক্ষুদ্র ব্যবসায়ীদের মোট ২১৭১ কোটি টাকার ঋণ প্রদান করা হয়েছে। যোগ্যদের হাতে ঋণ অনুমোদনপত্র তুলে দেন মন্ত্রী গোলাম রব্বানী এবং সাবিনা ইয়াসমিন।
আরও পড়ুন-৭ ডিসেম্বর থেকেই চালু হবে নতুন বাস টার্মিনাস
এই অনুষ্ঠানে ছিলেন বিধায়ক চন্দনা সরকার, বিধায়ক আবদুর রহিম বক্সি, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি, জেলাশাসক নীতিন সিংহানিয়া, অতিরিক্ত জেলাশাসক জামিল ফাতিমা জেবা, সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের এম ডি মৃগাঙ্ক বিশ্বাস। ঋণ অনুমোদনপত্র হাতে পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন সকলে।