একদিনেই আক্রান্ত বাড়ল ৯০ শতাংশ! ২৪ ঘণ্টায় মৃত্যু ৪ থেকে ২১৪

গত ১৫ দিনে দিল্লিতে দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়েছে ৫০০ শতাংশ। দিল্লি ছাড়াও কেরলেও করোনার সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে।

Must read

প্রতিবেদন : দেশে নতুন করে করোনার সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ল। দিল্লি-সহ কয়েকটি রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী। রবিবারের তুলনায় শেষ ২৪ ঘণ্টায় দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ৯০ শতাংশ বেড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২১৮৩ জন। শুধুমাত্র দিল্লিতেই আক্রান্ত হয়েছেন ৫১৭ জন। রবিবারের তুলনায় শেষ ২৪ ঘণ্টায় দিল্লিতে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১২ শতাংশ।

আরও পড়ুন-মাফিয়ারাজের দৌরাত্ম্য ত্রিপুরায়, এবার সরব বিজেপিরই মন্ত্রী

গত ১৫ দিনে দিল্লিতে দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়েছে ৫০০ শতাংশ। দিল্লি ছাড়াও কেরলেও করোনার সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। পাশাপাশি উদ্বেগে ফেলেছে সক্রিয় করোনা রোগীর সংখ্যা। এই মুহূর্তে দেশে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ১১৫৪২ জন। ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা একলাফে অনেকটাই বেড়েছে। রবিবার করোনায় প্রাণ হারিয়েছিলেন মাত্র চারজন। কিন্তু সোমবার সকালে সেটাই বেড়ে হয়েছে ২১৪ জন। তবে এর মধ্যে কেরলে ৬২ জন আগেই মারা গিয়েছিলেন। সেই সংখ্যাটা এদিন কেরল সরকার জানিয়েছে।

আরও পড়ুন-ত্রিপুরায় চার কেন্দ্রে প্রার্থী দেবে তৃণমূল

কেরলে শেষ তিনদিনে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৫০ জন। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে দেশে মোট ৫ লাখ ২১ হাজার ৯৬৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৯৮৫ জন। সুস্থতার হার ৯৮.৭৬ শতাংশ। এখনও পর্যন্ত দেশে মোট ১৮৬ কোটি ৫৪ লক্ষ ৯৪ হাজার ৩৫৫ জনকে করোনার টিকা দেওয়া হয়েছে যার মধ্যে শেষ ২৪ ঘণ্টায় টিকা দেওয়া হয়েছে দু’লক্ষ মানুষকে। আক্রান্তের সংখ্যা বাড়ায় নতুন করে করোনা পরীক্ষার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।

Latest article