পাকিস্তানে পেঁয়াজ ২৫০, আটা ১৬০, রান্নার গ্যাস ১০ হাজার টাকা

Must read

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে গমের জোগানে ঘাটতি দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। এবার সেই আশঙ্কা সত্যি করে পাকিস্তানে (Pakistan Crisis) চলছে আটার হাহাকার। একইসঙ্গে হু হু করে বেড়েছে রান্নার গ্যাসের দাম। পাকিস্তানের বেশ কিছু এলাকায় আটা বিকোচ্ছে ১৬০ টাকা কিলো দরে। রান্নার গ্যাসের সিলিন্ডার বিক্রি হচ্ছে ১০ হাজার টাকায়। পেঁয়াজ ২৫০টাকা। মানুষের মাথায় হাত। এই পরিস্থিতি চললে অচিরেই পাকিস্তান যে শ্রীলঙ্কার পথে হাঁটবে, তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন-মর্মান্তিক দুর্ঘটনা, খাদে পড়ে মৃত্যু ৩ ভারতীয় সেনা জওয়ানের

মুদ্রাস্ফীতির হার ২৫ শতাংশে পৌঁছে গিয়েছে। ভর্তুকি যুক্ত খাদ্যের লাইনে এক প্যাকেট আটা কেনার জন্য হানাহানি। লাইনে দাঁড়িয়ে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু পর্যন্ত হয়েছে। এদিকে রাজধানী ইসলামাবাদ ও করাচিতে আকাশ ছুঁয়েছে আটার দাম। পাকিস্তান (Pakistan Crisis) স্ট্যাটিস্টিকস ব্যুরোর তথ্য অনুযায়ী, করাচিতে খোলাবাজারে ২০ কিলোগ্রাম আটা বিক্রি হচ্ছে ২৫০০ টাকায়, হায়দরাবাদে ২৪০০ টাকায়। পেশোয়ার ও ইসলামাবাদে ৩ হাজার ছাড়িয়েছে। এটাই সর্বকালীন রেকর্ড।

দেশে সবচেয়ে খারাপ অবস্থা খাইবার পাখতুনওয়া, সিন্ধু ও বালুচিস্তান প্রদেশের। আটার জন্য হন্যে হয়ে ঘুরছেন মানুষ। ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করছেন তাঁরা। ভর্তুকি যুক্ত আটার গাড়ি দেখলেই তার পিছনে ছুটছেন। এরইমধ্যে বালুচিস্তানের খাদ্যমন্ত্রী জামারক আকহাকজাই জানান, সেখানে মজুত গম প্রায় শেষ। ফলে সঙ্কট আরও বাড়তে চলেছে।

Latest article