আদিবাসীদের অসম্মানের জবাব, প্রধানমন্ত্রীর সভার দিনই রায়গঞ্জে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ ৮০০

যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী।

Must read

সংবাদদাতা, রায়গঞ্জ : আদিবাসী (Tribals) সম্প্রদায়কে অসম্মান করেছে বিজেপি। এই অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর জনসভার দিনই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন ৮০০ নেতা-কর্মী। রায়গঞ্জের রামপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি নির্বাচিত প্রতিনিধিকে দলে এনে রাজনৈতিক চমক দিল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার প্রায় ৮০০ কর্মী-সমর্থক নিয়ে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করেন রামপুর পঞ্চায়েত সদস্য সনতি হাঁসদা। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী।

আরও পড়ুন-সাম্প্রতিককালে সবচেয়ে বড় অপারেশন ছত্তিশগড়ে, যৌথবাহিনীর সঙ্গে গুলির লড়াই, নিকেশ অন্তত ২৯ মাওবাদী

দলে যোগ দিয়ে সনতি হাঁসদা বলেন, বিজেপি রাষ্ট্রপতির সম্মান করে না। তাই ওই দলে আর থাকা যায় না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী মানুষদের জন্য ভেবেছেন। তাঁর হাত ধরেই উন্নয়নে গতি এসেছে আদিবাসী সমাজে। তাই মুখ্যমন্ত্রীর উন্নয়নযজ্ঞে শামিল হতেই এই যোগদান। রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী বলেন, রামপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যা সনতি হাঁসদা বিপুল পরিমাণ কর্মী-সমর্থক নিয়ে তৃণমূলে যোগদান করলেন। এই যোগদানের জেরে রামপুরে তৃণমূলের শক্তি বিস্তার হল।

Latest article