সংবাদদাতা, বনগাঁ : বিলকিস বানো থেকে বিএসএফের হাতে গণধর্ষিতা বাগদার যুবতীর প্রসঙ্গ টেনে বিজেপিকে তুলোধোনা করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাগদায় ৫ বছরের শিশুর সামনে মাকে গণধর্ষণের প্রতিবাদে গাইঘাটায় বনগাঁ জেলা মহিলা তৃণমূলের প্রতিবাদ মিছিলে যোগ দিতে এসে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন তিনি।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর মহামিছিলে বাজবে বেলডাঙার ঢাকের বাদ্যি
বলেন, ‘‘আচ্ছে দিনের বদলে মোদি সরকার মহিলাদের উপর নির্যাতন ও ধর্ষণকারীদের উসকে দিচ্ছে। স্বাধীনতার হীরকজয়ন্তী বর্ষে বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি দিয়ে প্রধানমন্ত্রী এটাই প্রমাণ করলেন। আত্মনির্ভর ভারতের নামে ধর্ষকদের আত্মনির্ভরতা বাড়ানোর কাজ করছে মোদি সরকার। বিএসএফের সীমানা ১৫ থেকে বাড়িয়ে ৫০ করার ফল ভুগছেন মহিলারা। উপস্থিত ছিলেন বনগাঁ তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস। গাইঘাটা থানার সামনে থেকে শুরু করে গাইঘাটা বাজারে শেষ হয়। এর পর প্রতিবাদ সভায় মন্ত্রী বলেন, ২০১২ সালে আমাদের মুখ্যমন্ত্রী সরকারে এসে পঞ্চায়েতে ৫০ শতাংশ মহিলা সংরক্ষণ করেন। তাঁদের অর্থনৈতিক স্বাবলম্বী করতে একটার পর একটা সামাজিক প্রকল্প নেন তিনি। রাজনৈতিক ও সামাজিক স্বীকৃতি পেলে মহিলাদের সম্মান বাড়ে সেটাই হয়েছে রাজ্যে।