নিয়ন, ১৮ মার্চ : শুক্রবার সুইজারল্যান্ডের নিয়নে হয়ে গেল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ড্র। যেখানে গতবারের চ্যাম্পিয়ন চেলসির (Chelsea) প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। গতবার সেমিফাইনালে রিয়ালকে হারিয়ে দিয়েছিল চেলসি (Chelsea)।
বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে এবার কোয়ার্টার ফাইনালেই দেখা হয়ে যাচ্ছে রিয়ালের। ওদিকে অ্যাটলেটিকো মাদ্রিদ কোয়ার্টার ফাইনালে পেয়েছে গতবারের আর এক ফাইনালিস্ট ম্যাঞ্চেস্টার সিটিকে। শেষ আটে দেখা যাবে দুই পোড়খাওয়া কোচের মগজাস্ত্রের লড়াই। একদিকে নীল ম্যাঞ্চেস্টারের পেপ গুয়ার্দিওয়ালা। অন্যদিকে, অ্যাটলেটিকোর ম্যানেজার দিয়েগো সিমিওনে। লিগের প্রথম সেমিফাইনালে এই দুই কোয়ার্টার ফাইনালের বিজয়ীরা পরস্পরের মুখোমুখি হবে।
তবে কোয়ার্টার ফাইনালে তুলনায় সহজ প্রতিপক্ষ পেয়েছে বায়ার্ন মিউনিখ ও লিভারপুল। শেষ ষোলোতে সুলজবার্গকে ৭-১ গোলে উড়িয়ে দেওয়া বায়ার্ন কোয়ার্টারে খেলবে জুভেন্টাসকে ছিটকে দেওয়া স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের বিরুদ্ধে। অন্যদিকে, মহম্মদ সালাহদের লিভারপুল শেষ আটে খেলবে বেনফিকার বিরুদ্ধে। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে এই দুই কোয়ার্টার ফাইনালের বিজয়ী। শেষ আটে প্রথম লেগের ম্যাচ ৭ এপ্রিল। দ্বিতীয় পর্ব ১৪ এপ্রিল। সেমিফাইনালের প্রথম লেগ ২৮ এপ্রিল। দ্বিতীয় পর্ব ৫ মে। ফাইনাল হবে স্পেনে ১৮ মে।
কোয়ার্টার ফাইনাল
চেলসি বনাম রিয়াল মাদ্রিদ
ম্যাঞ্চেস্টার সিটি বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ
ভিয়ারিয়াল বনাম বায়ার্ন মিউনিখ
বেনফিকা বনাম লিভারপুল
প্রথম সেমিফাইনাল
বিজয়ী ২ বনাম বিজয়ী ১
দ্বিতীয় সেমিফাইনাল
বিজয়ী ৪ বনাম বিজয়ী ৩