স্বাস্থ্যসাথী নিয়ে কড়া নবান্ন

Must read

প্রতিবেদন : রাজ্যের অত্যন্ত জনপ্রিয় স্বাস্থ্যসাথী (Swasthya sathi) প্রকল্পে আবার বাধা সৃষ্টি করার চেষ্টা করছে কিছু বেসরকারি হাসপাতাল। স্বাস্থ্য দফতরে চিঠি দিয়ে জটিলতা তৈরি করছে ২০টি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। এটা ঘটনা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী প্রকল্প রাজ্যের কয়েক কোটি সাধারণ মানুষের মুখে হাসি ফুটিয়েছে। স্বাস্থ্যসাথী (Swasthya sathi) কার্ডের দৌলতে সরকারি-বেসরকারি হাসপাতালে অত্যাধুনিক চিকিৎসার সুযোগও পাচ্ছেন তাঁরা। কিন্তু প্রথম থেকেই এ ব্যাপারে ঘোর অনীহা কিছু বেসরকারি হাসপাতালের।

স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে ঘোরতর অনিয়মের অভিযোগে ইতিমধ্যেই বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য কমিশন। বাস্তবের সঙ্গে সঙ্গতিহীন বিল নিয়েও সতর্ক করা হয়েছে কয়েকটি হাসপাতালকে। তবুও ২০টি বেসরকারি হাসপাতালের সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সঠিক সময়ে বকেয়া না মেটালে স্বাস্থ্যসাথী কার্ডে আর পরিষেবা দিতে পারবে না তারা। অথচ স্বাস্থ্যভবন সূত্রে জানা গিয়েছে, ৩০ দিনের মধ্যেই বকেয়া মিটিয়ে দিচ্ছে রাজ্য। তা ছাড়া কখনওই কোনও বড় অঙ্কের টাকা বাকি রাখা হয় না আদৌ। তবে চাপ সৃষ্টির কোনও কৌশলই যে বরদাস্ত করা হবে না তা স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে রাজ্য। নবান্নর সূত্রের খবর, ২০ হাসপাতালের বিরুদ্ধে প্রয়োজনে কড়া পদক্ষেপ নেবে রাজ্য স্বাস্থ্য দফতর।

Latest article