কাজের গতি দেখে টাকা বরাদ্দ হবে

Must read

প্রতিবেদন : উন্নয়নের ধারা এবং উন্নত নাগরিক পরিষেবা অব্যাহত রেখেই এবারে খরচে রাশ টানার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা (KMC)। সম্প্রতি এক নির্দেশিকায় জানানো হয়েছে, এবার থেকে যে কোনও বিভাগের কোনও কাজে প্রথমে মোট বরাদ্দ করা অর্থের ৬০ শতাংশ প্রাথমিক পর্যায়ে দেওয়া হবে। সেই কাজ সম্পূর্ণ করে খরচের হিসেব দাখিল করার পরেই দেওয়া হবে বাকি ৪০ শতাংশ টাকা। প্রথম পর্যায়ের কাজের মান এবং খরচের হিসেবে কর্তৃপক্ষ সন্তুষ্ট হলেই দেওয়া হবে বাকি টাকা।

আরও পড়ুন – স্বাস্থ্যসাথী নিয়ে কড়া নবান্ন

এর ফলে একদিকে যেমন আর্থিক সংকট প্রতিরোধ করা সম্ভব হবে, তেমনি বাড়বে কাজের মানও। পুর কমিশনার (KMC) বিনোদ কুমার যে নির্দেশ জারি করেছেন তাতে স্পষ্ট বুঝিয়ে দেওয়া হয়েছে, পুরসম্পদের রক্ষণাবেক্ষণ, মেরামতি এবং স্থায়ী সম্পদ তৈরির জন্য ২০২২-২৩ এর বাজেটে যে অর্থবরাদ্দ হয়েছে, তার ৬০ শতাংশের প্রাথমিক অনুমোদন দেওয়া হবে পুরসভার কোষাগার থেকে। ওই ৬০ শতাংশ অর্থে সংশ্লিষ্ট বিভাগের কাজ যথাযথভাবে শেষ করা হয়েছে, এমন নথি পেশ করার পরেই কোষাগারের অবস্থা বিবেচনা করে বাকি ৪০ শতাংশ কাজের আর্থিক অনুমোদন দেওয়া হবে।

পুর কমিশনারের নির্দেশিকা অনুযায়ী, মূলত দু’টি খাতে খরচে আপাতত লাগাম টানা হবে। লক্ষণীয়, গত আর্থিক বছরেই রাশ টানা শুরু হয়েছিল টাকা খরচে। তার সুফলও মিলেছিল দ্রুত। ঘাটতির অঙ্ক অনেকটাই কমে গিয়েছিল আগের আর্থিক বছরের তুলনায়। আর্থিক সমস্যার সমাধানে এবারে এই ঘাটতির পরিমাণ আরও কমিয়ে আনার লক্ষ্যে এগোচ্ছে কলকাতা পুরসভা। অর্থাৎ প্রথম থেকেই খরচের রাশ টানতে চাইছে কলকাতা পুরসভা। একদিকে হবে উন্নয়নমুখী প্রকল্প। অপরদিকে খরচের লাগাম টেনে দেওয়া হবে প্রয়োজনীয় টাকা। যাতে অর্থের অপচয় না হয়।

Latest article