শরৎচন্দ্রের নামে

এই উপলক্ষে আয়োজিত শরৎ প্রণাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুকান্ত পাল, শরৎচন্দ্রের প্রপৌত্র জয় চট্টোপাধ্যায় ও তাঁর সহধর্মিনী মৌসুমী চট্টোপাধ্যায়রা

Must read

উলুবেড়িয়া মেডিক্যাল কলেজের নামকরণ অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানালেন হাওড়ার সামতাবেড়ে ও লাগোয়া এলাকার বাসিন্দারা। সোমবার সামতাবেড়েতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসতবাড়িতে পালিত হয় ১৪৮ তম শরৎ জন্মজয়ন্তী। এই উপলক্ষে আয়োজিত শরৎ প্রণাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুকান্ত পাল, শরৎচন্দ্রের প্রপৌত্র জয় চট্টোপাধ্যায় ও তাঁর সহধর্মিনী মৌসুমী চট্টোপাধ্যায়রা।

আরও পড়ুন-বাম আমলে বন্ধ কারখানার পুজো ঘিরে স্বপ্ন শ্রমিকদের

শরৎচন্দ্রের মূর্তিতে মালা দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক সুকান্ত পাল। উলুবেড়িয়া মেডিক্যাল কলেজ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে করার জন্য এলাকার বাসিন্দারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান। বিধায়ক সুকান্ত পাল জানান, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসতবাড়ি ও লাগোয়া রূপনারায়ণের তীরবর্তী এলাকাকে ঘিরে ইতিমধ্যেই পর্যটনকেন্দ্র গড়ে তোলা হয়েছে।

Latest article