লাগাতার বৃষ্টির জেরে ভূমিধস, কঙ্গোতে বাড়ছে মৃতের সংখ্যা

লাগাতার বৃষ্টি। তার জেরেই পাহাড়ি ধসে চাপা পড়ল একাধিক ঘরবাড়ি। পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ে পিষে দিয়েছে একাধিক নির্মাণ।

Must read

প্রতিবেদন : লাগাতার বৃষ্টি। তার জেরেই পাহাড়ি ধসে চাপা পড়ল একাধিক ঘরবাড়ি। পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ে পিষে দিয়েছে একাধিক নির্মাণ। ভূমিধসের ফলে বিপর্যস্ত অবস্থা আফ্রিকার কঙ্গোতে। ইতিমধ্যে ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ২০ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। কঙ্গো নদীর পাশে মোঙ্গালা প্রদেশের লিসাই শহরের ঘটনা। আচমকা এমন দুর্যোগে শঙ্কিত মানুষজন।

আরও পড়ুন-শরৎচন্দ্রের নামে

জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে কঙ্গোতে মুষলধারে বৃষ্টি চলছে। সেই কারণেই পাহাড়ে ধস নামে। ধসে চাপা পড়েছে পাহাড়ের পাদদেশে থাকা একাধিক বাড়ি। তবে এখনও ধ্বংসস্তূপে অনেকে আটকে আছেন বলে মনে করা হচ্ছে। হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা। বৃষ্টি মাথায় নিয়েই জোরকদমে উদ্ধারকাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মোঙ্গালা প্রদেশের গভর্নর। কিছুদিন আগেই কঙ্গোর সোনার খনিতে ধস নেমে একাধিক শ্রমিক আটকে পড়েন। তারপর কিছুদিন কাটতে না কাটতেই বৃষ্টিতে ধস নেমে অনেক মানুষের প্রাণহানির ঘটনা সামনে এল।

Latest article