ব্রিসবেন, ১১ ডিসেম্বর : ৩৯৯ উইকেট নিয়ে এগারো মাস অপেক্ষার পর অবশেষে ৪০০ ক্লাবের সদস্যপদ পেলেন নাথান লায়ন। আর সেটা এমন এক দিনে, যেদিন ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে অ্যাসেজে ১-০ তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে লিওনের অবদান ৯১ রানে ৪ উইকেট।
আরও পড়ুন-বক্সার জঙ্গলে রয়্যাল বেঙ্গল পঁয়ত্রিশ বছর পর
আগেরদিন প্রায় দুটো সেশন অপরাজিত থেকে কাটিয়ে দিয়েছিলেন অধিনায়ক রুট ও মালান। কিন্তু শনিবার সকালে গাব্বায় লড়াইয়ের সেই ছবি দেখা যায়নি। রুট আগের দিনের রানের সঙ্গে মাত্র তিন রান যোগ করে ফিরে যান ৮৯ রানে। আর মালানকে লায়ন ফিরিয়ে দেন ৮২ রানে। স্টেপ আউট করে মারতে গিয়েছিলেন মালান। কিন্তু লিওনের চাতুরিতে ঠকে গিয়ে সিলি মিড অফে সহজ ক্যাচ দিয়ে বসেন লাবুশানের হতে। টেস্ট ক্রিকেটের ১৭তম বোলার হিসাবে ৪০০ উইকেট নিলেন লায়ন। অস্ট্রেলিয়ায় তিনি তৃতীয়। লায়নের আগে শুধু শেন ওয়ার্ন ও গ্লেন ম্যাকগ্রা।
প্রথম ইনিংসে ১৪৭ রানে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় দফায় ইংল্যান্ড কিন্তু লড়াইয়ে ফিরেছিল।
আরও পড়ুন-জমজমাট এমপি কাপ
তবে চতুর্থ দিন সকালে গাব্বায় তাদের অসহায় আত্মসমর্পণ ছাড়া আর কিছু নজরে আসেনি। স্টোকস কামিন্সের লাফিয়ে ওঠে বলে ফিরে গেলেন ১৪ রানে। ব্যর্থ বাটলার (২৩), রবিনসন (৮), ওকসও (১৬)। এদিন ৭৭ রানে ৮ উইকেট হারিয়ে ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংস শেষ করেছে ২৯৭ রানে। এতে অস্ট্রেলিয়ার জেতার জন্য দরকার ছিল দরকার ছিল ২০ রানের। সেটা তারা অভিষেকে উইকেটকিপার হিসাবে আটটি ক্যাচ নিয়ে নজির গড়া অ্যালেক্স ক্যারির (৯) উইকেট হারিয়ে তুলে নিয়েছে। আগেরদিন অনেকটা সময় মাঠের বাইরে থাকার জন্য ওয়ার্নার শুরুতে নামতে পারেননি। তাই এসেছিলেন ক্যারি।
আরও পড়ুন-উত্তর ২৪ পরগনায় সিনার্জিতে প্রবল সাড়া
এদিকে, নো বল কভারেজ নিয়ে বড়সড় সমস্যার পর শনিবার ফের টেকনোলজির চক্রব্যূহে আটকে পড়ে ম্যাচ কভারেজ বন্ধ ছিল প্রায় ১৫ মিনিট। এরকম হাই প্রোফাইল ম্যাচে এটা বেশ বড় ধাক্কা। যাই হোক, অ্যাডিলেডে এবার পিঙ্ক টেস্ট। যা শুরু হবে বৃহস্পতিবার। ইংল্যান্ডের এই হারের পর সেখানে জিমি অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডের দলে ফেরা প্রায় নিশ্চিত দেখাচ্ছে।
আরও পড়ুন-টক টু চেয়ারম্যান প্রথম দিনেই সাড়া
এদিকে, প্রথমবার টেস্টে নেতৃত্ব দিয়েই দুর্দান্ত জয়ের স্বাদ পেয়ে উচ্ছ্বসিত কামিন্স। তিনি বলেন, ‘‘অ্যাসেজের শুরুটা দারুণ হল। শুরু থেকেই সব কিছু ঠিকঠাক হয়েছে। প্রথম দিন বোলাররা নিজেদের উজাড় করে দিল। দ্বিতীয় দিনে লাবুশানে-ওয়ার্নার জুটি দারুণ ব্যাট করল। এরপর ট্র্যাভিস হেডের ঝোড়ো সেঞ্চুরি। সব মিলিয়ে দলগত পারফরম্যান্স করেই জিতলাম।’’ অন্যদিকে, হতাশ রুটের মুখে ঘুরে দাঁড়ানোর কথা। তিনি বলেন, ‘‘আমরা প্রচণ্ড হতাশ। প্রথম ঘণ্টা যে গুরুত্বপূর্ণ হতে চলেছে, তা জানতাম। কিন্তু এভাবে ব্যাটিং বিপর্যয় ঘটবে ভাবতেই পারিনি।’’