আজাজের রূপকথার নেপথ্যে প্রাক্তন ভারতীয়

Must read

মুম্বই, ১১ ডিসেম্বর : জিম লেকার, অনিল কুম্বলের কীর্তি ছুঁয়ে নিউজিল্যান্ডের প্রথম বোলার হিসেবে টেস্টে এক ইনিংসে ১০ উইকেট নিয়েছেন আজাজ প্যাটেল। ‘পারফেক্ট টেন’ ক্লাবের নতুন সদস্যের কীর্তিতে মুগ্ধ ক্রিকেটমহল। মুম্বই টেস্ট শেষ হওয়ার চারদিন পর জানা গেল, আজাজের ওয়াংখেড়ে রূপকথার নেপথ্যে এক প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের অবদানের কথা। যা কিউয়ি স্পিনার নিজেই ফাঁস করেছেন।

আরও পড়ুন : সাড়ে তিনদিনে গাব্বা-জয় অস্ট্রেলিয়ার

দেশে ফিরে আজাজ বলেছেন, তাঁর কেরিয়ারের যাত্রাপথে অনেকেরই অবদান রয়েছে। তাঁদের মধ্যে অন্যতম ব্যারিংটন রোল্যান্ড। ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের প্রাক্তন তারকা তথা কর্নাটকের ওপেনিং ব্যাটার, যিনি ২০০৮ সাল থেকে নিউজিল্যান্ডের বাসিন্দা। রোল্যান্ড নিউজিল্যান্ড ক্রিকেটের লেভেল থ্রি কোচ। হ্যাডলির দেশে স্থানীয় স্তরে ক্রিকেট খেলার পাশাপাশি সেখানকার তরুণদের মেন্টর ও কোচিংয়ের কাজও চালিয়ে যাচ্ছেন। একইসঙ্গে গত ১৩ বছর ধরে আজাজেরও মেন্টর ও কোচ রোল্যান্ড।
তাঁর কেরিয়ারে ভারতীয় রোল্যান্ডের অবদান নিয়ে ওয়াংখেড়ে রূপকথার নায়ক আজাজ বলেছেন,‘‘ব্যারি (ব্যারিংটন রোল্যান্ড) আমার খুব ভাল বন্ধু। ভারত থেকে নিউজিল্যান্ডে আসার পর থেকেই ওর সঙ্গে আমার পরিচয়। আমাদের ক্লাব ‘সাবার্ব নিউ লিন সিসি’-তে ও যোগ দেয়। ব্যারি দারুণ মানুষ। স্পিন খেলার ব্যাপারে ওর পরামর্শগুলো খুব কাজ দিয়েছে। আমাকে অনেক ভাল তথ্য দিয়ে সাহায্য করেছে। কীভাবে ভারতের মাটিতে স্পিন খেলতে হবে এবং কীভাবে ব্যাটসম্যানকে বিভ্রান্ত করে একজন স্পিনার সাফল্য পেতে পারে, সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমাকে সাহায্য করেছে। আমি যখন প্রথম স্পিন শুরু করি, ব্যারি ছিল আমার প্রিমিয়ার লিগ কোচ। শুরুতে দ্রুত গতিতে বোলিং করতে বলত। ইনিংসের শেষ দিকে স্পিন করার পরামর্শ দিত। এবার ভারত সফরে আসার আগেও ওর সঙ্গে সময় কাটিয়েছি। ব্যারি অসাধারণ।’’

Latest article