ত্রিপুরাতে সরকারি গাড়িতে চড়ে ছেঁড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের পতাকা, দেখুন ফুটেজ

Must read

ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেসের ওপর সন্ত্রাস তুঙ্গে। প্রথম থেকেই এই নিয়ে বারংবার নালিশ জানানোর পরেও কিছু হয়নি। পুরভোট সামনে আসার ফলে সন্ত্রাসের পরিমান আরো বেড়ে গিয়েছে।

কিছুদিন আগেই আগরতলা পুরনিগমের ১০ নম্বর ওয়ার্ডের প্রার্থী পান্না দে গ্রেফতার হয় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে তাকে একপ্রকার অকারণেই গ্রেফতার করা হয় । যদিও গ্রেফতারির কিছুক্ষণ পরেই তিনি জামিন পেয়ে যান তিনি।

আরও পড়ুন-কেন বিজেপি করা যায় না

তৃণমূলে প্রত্যাবর্তন করা রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) সেদিন বলেছিলেন , “এই তো বিজেপির (BJP) গণতন্ত্রের নমুনা। ত্রিপুরার শাসকদল স্বৈরাতন্ত্র কায়েম করেছে। সেই সরকার বিরোধী প্রার্থীদের ওপর আক্রমণ করে, আহত করে। আমরা ওখানে প্রচার করতে পারছি না। এমন অবস্থা যে স্থানীয় পুর নির্বাচনেও সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হচ্ছে।”

আজ ফের দেখা গেল এক অবিশ্বাস্য ঘটনা। সর্গকারী গাড়িতে করেই বিভিন্ন রাস্তায় ছেড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের পতাকা।চোখের সামনে এই দৃশ্য দেখার পরেও চুপ কেন শীর্ষ আদালত সেই নিয়ে টুইট করেছে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন-লালা লাজপত রায়ের প্রয়াণ দিবসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্রদ্ধার্ঘ্য

এদিন টুইট করে লেখা হয়,”ত্রিপুরার সরকারি যানবাহনগুলি এখন ত্রিপুরা জুড়ে তৃণমূল কংগ্রেসের পতাকা সরিয়ে ফেলছে! দয়া করে নোট করুন। অনুগ্রহ করে আমাদের বলুন কোন উপায়ে এটা যথাযোগ্য?

বিজেপির বিপ্লব দেবের এটার জন্য লজ্জা হওয়া উচিত। মাননীয় সুপ্রিম কোর্টের এমন অবহেলা নিতান্তই লজ্জাজনক!’

 

Latest article