পরপর দুর্ঘটনায় ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর, কলকাতা-বিধাননগর পুলিশকে দিলেন কড়া বার্তা

পরপর পথদুর্ঘটনায় (Road accident) বাইপাসের চিংড়িঘাটা এলাকা এখন বেশ ভীতিপ্রদ এলাকা হয়ে উঠেছে।

Must read

পরপর পথদুর্ঘটনায় (Road accident) বাইপাসের চিংড়িঘাটা এলাকা এখন বেশ ভীতিপ্রদ এলাকা হয়ে উঠেছে। বুধবার উত্তর ২৪ পরগনার প্রশাসনিক বৈঠকে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। কলকাতা পুলিশ এবং বিধাননগর কমিশনারেটের যৌথ প্রয়াসকে দায়ী করে এদিন কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আর একটাও দুর্ঘটনা দেখতে চাই না”।

আরও পড়ুন-ত্রিপুরাতে সরকারি গাড়িতে চড়ে ছেঁড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের পতাকা, দেখুন ফুটেজ

এদিন মধ্যমগ্রামে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। চিংড়িঘাটায় দুর্ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, চিংড়িঘাটায় কেন এত দুর্ঘটনা ঘটছে! এরপরেই তিনি বলেন, কলকাতা পুলিশ এবং বিধাননগর কমিশনারেটের ইগো লড়াই হচ্ছে। অবিলম্বে দ্বন্দ্ব মেটাতে নির্দেশ দেন মমতা। বলেন, “মানুষের জীবনের থেকে দামী কিছু নয়।”

গত কয়েকদিন ধরে একের পর এক দুর্ঘটনা ঘটছে চিংড়িঘাটায়। প্রশ্ন উঠছে পথ নিরাপত্তা নিয়ে।
চিংড়িঘাটা মোড় থেকে ইএম বাইপাস পর্যন্ত কলকাতা পুলিশের নিয়ন্ত্রণাধীন। এই রাস্তাটিতে একাধিক স্পিড লিমিটার রয়েছে। তাই চাইলেও ওই রাস্তায় বেপরোয়া গতিতে কেউ গাড়ি কিংবা বাইক চালাতে পারেন না।

তবে চিংড়িঘাটা উড়ালপুল থেকে সেক্টর ফাইভের দিকের রাস্তাটি বিধাননগর কমিশনারেটের অধীন। সেখানে কোনও স্পিড লিমিটার নেই। ফলে বেলাগাম গতিতে গাড়ি চালান অনেকেই। এর জেরে বাড়ছে দুর্ঘটনা। এদিন কলকাতা পুলিশ এবং বিধান নগর কমিশনারেটকে নিজেদের মধ্যে আলোচনা করে এই অঞ্চলের পথ নিরাপত্তা সুনিশ্চিত করার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Latest article