উত্তরপ্রদেশে বিজেপি মেশিনের ভোটে জিতেছে, মানুষের ভোটে নয়: ইভিএম ফরেন্সিক তদন্তের দাবি মুখ্যমন্ত্রীর

Must read

উত্তরপ্রদেশে (Uttar Pradesh Assembly Election Result 2022) বিজেপি (BJP) জিতেছে মানুষের ভোটে নয়, মেশিনের ভোটে। এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। রাষ্ট্রের মদতে ইভিএম লুটের অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, ‘মেশিনের ভোটে জিতেছে বিজেপি’। একইসঙ্গে ইভিএমের ফরেনসিক তদন্তের দাবিতেও সরব হন রাজ্যের মুখ্যমন্ত্রী।

শুক্রবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ হওয়ার পর সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই উত্তরপ্রদেশ নির্বাচন (Uttar Pradesh) প্রসঙ্গে প্রশ্ন উঠতেই মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, “উত্তরপ্রদেশে ঠিকভাবে হিসাব করলে দেখা যাবে বিজেপির আসন অনেক কমেছে। অখিলেশের ভোট শতাংশ অনেক বেড়েছে। আগেরবারের থেকে ৭২টি বেশি আসন ওরা পেয়েছে। বিজেপির বিরুদ্ধে ওকে একা লড়তে হয়েছে। চক্রব্যুহে ফেলে অভিমন্যু বধের মতো হারানো হয়েছে অখিলেশকে। উত্তরপ্রদেশে ভোট লুট হয়েছে। অখিলেশকে জোর করে হারানো হয়েছে। বিজেপি ওখানে মানুষের ভোটে জেতেনি মেশিনের ভোটে জিতেছে।” শুধু তাই নয় মুখ্যমন্ত্রী আরও বলেন, “সব ইভিএমের ফরেনসিক টেস্ট হওয়া উচিত। বাংলায় আমরা জিতেছি কারণ আমরা ইভিএম রক্ষা করতে পেরেছিলাম। আমাদের কর্মীরা ইভিএম পাহারা দিয়েছে। দিল্লিতে আম আদমি পার্টিও (AAP) তাই।”

আরও পড়ুন-ইভিএম লুটের পরও কমেছে আসন, এখন যোগী রাজ্যের মাথাব্যথা শুধুই অখিলেশ

পাশাপাশি রাজ্যে রাজ্যে কংগ্রেসের চুড়ান্ত ব্যর্থতা ও ২৪-এর লোকসভা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “২৪-এ কী হবে, কে কোথায় থাকবে, তার ঠিক নেই। আমার মনে হয়, চব্বিশে বিজেপিকে (BJP) হারাতে সকলের একসঙ্গে কাজ করতে হবে। কংগ্রেসের উপর ভরসা করলে চলবে না, কংগ্রেস হেরেই চলেছে। এখন সব আঞ্চলিক দলকে একজোট হতে হবে।”

Latest article