বারাণসীতে মুখ্যমন্ত্রীর কনভয় ঘিরে দফায় দফায় বিক্ষোভ বিজেপির

Must read

বারাণসীতে গঙ্গার ঘাটে যাওয়ার পথে একাধিকবার বিক্ষোভ বিজেপি কর্মীদের। গঙ্গার ঘাট থেকে বের হওয়ার সময়ও ফের বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হলো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। বিজেপির পতাকা ও কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে জয় শ্রীরাম স্লোগান তোলে বিজেপি। এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ হন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা বিক্ষোভকারীদের উদ্দেশ্য করে ‘জয় হিন্দ’ স্লোগান দেন তিনি। একজন মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় এহেন গাফিলতির ঘটনায় স্বাভাবিকভাবেই উত্তরপ্রদেশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনার কড়া নিন্দা করেছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব।

আরও পড়ুন – বারাণসীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে বাধা বিজেপির, থানায় এফআইআর দায়ের

বিজেপির এহেন পদক্ষেপের তীব্র নিন্দা করে ইতিমধ্যেই টুইট করেছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। টুইটারে তিনি লেখেন, দিদি ও ভাই হাত ধরেছে তাই বিজেপি হাল শোচনীয়। পশ্চিমবঙ্গে বিজেপির শোচনীয়’ হারের পর এখনো তারা শোক কাটিয়ে উঠতে পারেনি। তাই বারাণসীতে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে কালোপতাকা দেখানো হচ্ছে। এটা বিজেপি সমর্থকদের হতাশার অন্য এক রূপ কারণ তারা জানে উত্তরপ্রদেশেও তারা ওইভাবেই হারবে।” এদিকে গোটা ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বিক্ষোভকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।উল্লেখ্য, ২ দিনের বারাণসী সফরে বুধবার উত্তরপ্রদেশ গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উত্তরপ্রদেশের মাটিতে পা রেখে এদিন বারাণসীতে গঙ্গা আরতি দেখতে গঙ্গার ঘাটের উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী। সেখানেই মুখ্যমন্ত্রীর কনভয় আটকানোর অভিযোগ ওঠে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। কনভয় ঘিরে ধরে দেখানো হয় কালো পতাকা ও স্লোগান। ইতিমধ্যেই গোটা ঘটনায় থানায় এফআইআর দায়ের করেছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বিভাগ। গঙ্গা আরতি দেখে ফেরার পথে ফের মুখ্যমন্ত্রীর কনভয়কে ঘিরে ফের আরেক দফা বিক্ষোভ দেখায় বিজেপি। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা গাফিলতি এহেন ঘটনায় উত্তরপ্রদেশ প্রশাসনের বিরুদ্ধে রীতিমতো ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়।

Latest article