পুরুলিয়ায় সিমেন্ট কারখানার উদ্বোধন, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ২১-২৩ নভেম্বর

উন্নয়নে হেরে আক্রমণ পরিবারকে, আমাকেও

Must read

প্রতিবেদন : রাজনীতি আর উন্নয়ন, দুই জায়গাতে গোহারা হেরে গিয়ে প্রতিহিংসার রাজনীতিতে নেমে এসেছে কেন্দ্র। প্রতিহিংসা মেটাতে আমাকে আক্রমণ করা হচ্ছে। বাদ যাচ্ছে না আমার পরিবার। আর বাংলার উন্নয়ন ঠেকাতে এজেন্সি দিয়ে হেনস্থা করা হচ্ছে রিয়েল এস্টেটে লগ্নিকারী ব্যবসায়ীদের। সোমবার ক্রেডাইয়ের অনুষ্ঠান থেকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

ধনধান্য স্টেডিয়ামে ক্রেডাইয়ের রিয়েল এস্টেট কনভেনশনে আক্রমণাত্মক মুখ্যমন্ত্রী বলেন, সব সময় বলা হয়, বাংলায় নাকি উন্নতি হচ্ছে না। মিথ্যাচারের একটা সীমা থাকা উচিত। এই যে রিয়েল এস্টেট ব্যবসা, গোটা দেশে সবচেয়ে এগিয়ে বাংলা। ১২ বছরে উন্নতি হচ্ছে ক্রমান্বয়ে। আমাদের রাজ্যে রিয়েল এস্টেটের দাম সব থেকে বেশি বেড়েছে। যেহেতু এই ব্যবসায় প্রচুর মানুষ কাজ করেন, তাই আমরা তিনটি অর্থনৈতিক করিডর করার সিদ্ধান্ত নিয়েছি। আগামী কয়েক বছরের মধ্যে আপনারা দেখবেন বাংলা হবে সারা পৃথিবীর দরজা। ৪০ হাজার কোটি টাকা গত ২ বছরে এই ব্যবসায় বিনিয়োগ হয়েছে। ব্যবসায়ীদের হেনস্থা করার প্রসঙ্গ উত্থাপন করে মুখ্যমন্ত্রী বলেন, ভয় পাবেন না, প্রয়োজনে আপনারা আদালতের সাহায্য নেবেন। শুধু আপনাদের নয়, আমাকে, আমার পরিবারকেও ওরা আক্রমণ করছে। অথচ আমি কারও থেকে এক পয়সা নিই না, এক কাপ চা-ও অন্যদের থেকে খাই না। এটা সকলে জানেন।

আরও পড়ুন-ধূপগুড়ির ভোটে আজ তৃণমূল-ঝড়

রাজ্যে শিল্পের সম্ভাবনার প্রসঙ্গ টেনে এনে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, আমাদের ল্যান্ড ব্যাঙ্ক আছে। যে কোনও শিল্পের জন্য জমি পাওয়ার অসুবিধা নেই। রাজ্যে বহু দক্ষ শ্রমিক আছেন। আমরা অনেক জায়গায় লিজ হোল্ড জমিকে ফ্রি হোল্ড করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের নিজস্ব জমি ব্যাঙ্ক রয়েছে। যদি ক্রেডাই নিতে চায় তাহলে সেখানে তারা লজিস্টিক হাব ইত্যাদি করতে পারে। আমাদের মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর জেলায় প্রচুর কর্মী আছে যারা নির্মাণ শিল্পে খুব ভাল কাজ করে। তাই তাদের বাইরে নিয়ে যাওয়া হয়। আমরা তাদের তালিকা তৈরি করেছি। আপনারা যদি মনে করেন তাহলে এদের নিয়ে আসতে পারেন আপনাদের কাজের জন্য। কারণ এরা কিন্তু ইতিমধ্যেই এই কাজের জন্য যোগ্য। অন্য রাজ্যে গেলেও পরিযায়ীরা শ্রমিকের সুরক্ষা মোটেই পান না। অথচ আমাদের এখানে বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ আসেন, কাজ করেন। কেউ রাজস্থান, কেউ উত্তরপ্রদেশ, কেউ গুজরাত, পাঞ্জাব, বিহার থেকেও এসেছেন। এখানে ব্যবসা করছেন। কিন্তু কেউ বলতে পারবেন না এখানে কাউকে কোনও সমস্যায় পড়তে হয়েছে। এটাই হল বাংলা। এটাই হল গুণগত পার্থক্য।
এদিন মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, বাংলায় লগ্নি টানতে তিনি ১২ সেপ্টেম্বর স্পেন যাবেন। ১১ দিনের সফর। এ ছাড়াও বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হবে ২১-২৩ নভেম্বর।
সোমবার ধনধান্য স্টেডিয়াম থেকেই ভার্চুয়ালে শ্রী সিমেন্ট কারখানার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পুরুলিয়ার এই কারখানায় সরাসরি ৫০০ জনের কর্মসংস্থান হবে। পাশাপাশি পরিকাঠামোগতভাবে কমপক্ষে আরও ১৫০০-২০০০ মানুষের রুজি-রোজগারের জায়গা তৈরি হবে।

Latest article